এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বন্যা পরিস্থিতি সংকটজনক, পরিস্থিতি খতিয়ে দেখতে জেলা সফর মমতার!

বন্যা পরিস্থিতি সংকটজনক, পরিস্থিতি খতিয়ে দেখতে জেলা সফর মমতার!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- অতিবৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ডিভিসি জল ছেড়ে দেওয়ায় সেই বন্যা নিয়ে আরও চিন্তা বৃদ্ধি পেতে শুরু করেছে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির কারণে প্রাণ হারিয়েছেন 16 জন মানুষ। আর এই পরিস্থিতিতে সরেজমিনে গোটা বিষয়টি খতিয়ে দেখতে হুগলির খানাকুলে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, আগামীকাল বিপর্যস্ত এলাকা পরিদর্শন করার কথা রয়েছে তার।

প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে হুগলির খানাকুলে বীভৎস পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বহু এলাকা প্লাবিত হয়ে যাওয়ায় অনেক মানুষ প্রশাসনের ঠিক করে দেওয়া জায়গায় রয়েছেন। অনেকের প্রাণ চলে গিয়েছে। তাই এই পরিস্থিতিতে এবার ময়দানে নামতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বুধবার হুগলির খানাকুলে যাবেন মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে বিপর্যস্ত এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন তিনি। এদিন এই প্রসঙ্গে হুগলি জেলা তৃণমূল সভাপতি দিলীপ যাদব বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার কথা হয়েছে। বুধবার তিনি খানাকুলের প্লাবিত এলাকা পরিদর্শনের পাশাপাশি বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলবেন।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বলা বাহুল্য, একনাগাড়ে বৃষ্টিপাত হওয়ার কারণে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার পরিস্থিতি সংকটজনক হয়ে উঠেছে। সোমবার মন্ত্রিসভার বৈঠক থেকে এই ব্যাপারে সকল জনপ্রতিনিধি এবং মন্ত্রীদের সজাগ থাকার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বন্যা পরিস্থিতির কারণে যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের পাশে থাকার কথাও জানিয়ে দিয়েছিলেন তিনি। তবে এবার সরাসরি ময়দানে নামতে চলেছেন বাংলার প্রশাসনিক প্রধান। বুধবার খানাকুলে গিয়ে বিস্তীর্ণ এলাকা পরিদর্শন করে সাধারণ মানুষের পাশে থাকতে তিনি আরও কোনো বার্তা দেন কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!