এখন পড়ছেন
হোম > রাজ্য > বন্যা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক তরজা বন্ধের দাবি, ক্ষোভ উগড়ে দিচ্ছেন সাধারন মানুষ!

বন্যা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক তরজা বন্ধের দাবি, ক্ষোভ উগড়ে দিচ্ছেন সাধারন মানুষ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  প্রায় প্রতি বছরই একটু বৃষ্টি হলেই ভেসে যায় মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা। এই বছরেও তার কোনো ব্যতিক্রম হয়নি। অতিবৃষ্টির কারণে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। মেদিনীপুর থেকে শুরু করে বর্ধমান, বীরভূম থেকে শুরু করে হুগলি দক্ষিণবঙ্গের একাধিক জেলার সীমান্তবর্তী এলাকা গুলো বন্যার জলে ভেসে গিয়েছে। তবে প্রতি বছরের মতো এই বছরেও বন্যা পরিস্থিতি যখন ভয়াবহ আকার ধারণ করেছে, তখন কেন্দ্র বনাম রাজ্যের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী বন্যা পরিদর্শন করে দাবি করেছেন, ডিভিসির পক্ষ থেকে অত্যধিক জল ছেড়ে দেওয়ার কারণেই এই ভয়াবহ পরিস্থিতি। যদিও বা কেন্দ্রের শাসকদল ভারতীয় জনতা পার্টির রাজ্যের প্রতিনিধিরা অবশ্য তৃণমূল নেত্রীর এই বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ। স্বভাবতই বন্যা পরিস্থিতি নিয়ে দুই পক্ষের মধ্যে দরজা ভয়াবহ আকার ধারণ করার কারণে রীতিমতো হতাশ সাধারণ মানুষ।

সাধারণ বাসিন্দাদের একাংশ বলছেন, অতীতে এরকম বন্যা পরিস্থিতি বারবার ভয়াবহ আকার ধারণ করেছে। কিন্তু সেই সময় সেই বন্যা পরিদর্শন করতে এসে তৃনমূল থেকে শুরু করে বিজেপি, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সোচ্চার হতে দেখা গিয়েছে একে অপরের বিরুদ্ধে। কিন্তু নির্বাচন কিছুদিন আগে চলে গেলেও, এই বিষয়ে সমস্যা সমাধানের জন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই এখন মানুষের মন পেতে শাসক-বিরোধী সকলেই এলাকায় এসে নিজেদের জনদরদি ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করছে। একে অপরকে দোষারোপ করে মানুষের মনে জায়গা করে নেওয়ার চেষ্টা করছে সব পক্ষ। তাই এই চেষ্টা না করে যাতে মানুষের প্রকৃত সমস্যা সমাধানের দায়িত্ব নেওয়া যায়, তার জন্য রাজ্য থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করছেন বন্যার কবলে পড়া দুর্গত মানুষরা।

পর্যবেক্ষকরা বলছেন, প্রতিবছর বন্যা হবে, আর প্রতিবছর সেই বন্যার সময় প্রলেপ দিতে রাজনৈতিক জনপ্রতিনিধিরা এসে বড় বড় কথা বলবেন, এমনটা আর সহ্য করতে পারছেন না এলাকার মানুষ। তাই সেই কারণে আর মুখের কথা নয়। বরঞ্চ কাজে নিজেদের সব থেকে কাছের দলকে দেখে নিতে চাইছেন এই অঞ্চলের সাধারণ মানুষরা। আর সেই কারণেই তাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, দ্রুত যাতে এই পরিস্থিতির সমাধান করা হয়। কেন্দ্রের সাথে রাজ্য সরকারের দ্বৈরথ নতুন কিছু নয়। কিন্তু সেই দ্বৈরথ করতে গিয়ে মূল সমস্যা থেকে সকলেই সরে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, আশু সমস্যা সমাধান করতে কি পদক্ষেপ গ্রহণ করে কেন্দ্র থেকে রাজ্য, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!