এখন পড়ছেন
হোম > জাতীয় > একনজরে লেখক অটল বিহারি বাজপেয়ী – দেখে নিন তাঁর প্রকাশিত বইয়ের তালিকা

একনজরে লেখক অটল বিহারি বাজপেয়ী – দেখে নিন তাঁর প্রকাশিত বইয়ের তালিকা


অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় আছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী। গতকাল রাত থেকে কার্যত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এই ‘ভারতরত্ন’। একদিকে যখন দৃঢ় প্রত্যয়ে দেশ চালিয়েছেন, অন্যদিকে তখন সাহিত্যিক হিসাবে তাঁর বলিষ্ঠ লেখনীর প্রমান রেখেছেন। আসুন একনজরে দেখে নেওয়া যাক তাঁর প্রকাশিত বইয়ের তালিকা –

১. মেরি সংসদীয় যাত্রা (চার খন্ডে প্রকাশিত)
২. মেরি ইক্কাঅন কবিতায়ে
৩. সংকল্প কাল
৪. শক্তি-সে-শান্তি
৫. ফোর ডিকেডস ইন পার্লামেন্ট ১৯৫৭-৯৫ (তিন খন্ডে তাঁর বক্তৃতা সংকলন)
৬. লোকসভা মে অটলজি (তাঁর বক্তৃতার সংকলন)
৭. মৃত্যু ইয়া হত্যা
৮. অমর বলিদান
৯. কয়েদি কবিরাজ কি কুন্ডলিয়া (এমার্জেন্সির সময় জেলে গিয়ে লেখা কবিতার সংকলন)
১০. নিউ ডাইমেনশন্স অফ ইন্ডিয়াস ফরেন পলিসি (১৯৭৭-৭৯ বিদেশ মন্ত্রী থাকাকালীন তাঁর বক্তৃতার সংকলন)
১১. জনসঙ্ঘ অউর মুসলমান
১২. সংসদ মে তিন দশক (১৯৫৭-৯২ সংসদে তাঁর বক্তৃতার সংকলন – তিন খন্ডে)
১৩. অমর আগ হ্যায় (কবিতা সংকলন)
১৪. কেয়া খোয়া কেয়া পায়া
১৫. কুছ লেখ কুছ ভাষণ
১৬. বিচার-বিন্দু
১৭. বিন্দু-বিন্দু
১৮. গঠবন্ঠন কি রাজনীতি
১৯. নয়ি চুনৌতি : নয়া অবসর
২০. না দৈন্যম না পলায়নম

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!