এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বুথ ফেরত সমীক্ষার ওপর নির্ভর না করে সরকার গড়ার দাবীদার তৃণমূল ও বিজেপি উভয়ই

বুথ ফেরত সমীক্ষার ওপর নির্ভর না করে সরকার গড়ার দাবীদার তৃণমূল ও বিজেপি উভয়ই


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘ একমাস যাবত রাজ্যে চলল বাংলা বিধানসভা নির্বাচন। 8 দফা নির্বাচন শেষ হল আজকে। এবং নির্বাচন শেষ হওয়ার পরেই একের পর এক বুথ ফেরত সমীক্ষা সামনে আসতে শুরু করেছে। এবং কমবেশি প্রতিটি সমীক্ষাতেই উঠে আসছে তৃতীয়বারের জন্য বাংলার ক্ষমতা দখল করতে চলেছে বর্তমান শাসকদল তৃণমূল। তবে সমীক্ষায় দেখা যাচ্ছে, তৃণমূল এগিয়ে থাকলেও বিজেপি যে খুব পেছনে আছে তা নয়। বরং হাড্ডাহাড্ডি লড়াইয়ে গেরুয়া শিবির তাঁদের আসনসংখ্যা অনেকটাই বাড়িয়ে নিয়েছে।

বলা যায় তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। কিন্তু বুথ ফেরত সমীক্ষার ফলাফল মানতে নারাজ কিন্তু তৃণমূল-বিজেপি দুপক্ষই। সরকার গড়ার ক্ষেত্রে প্রতিটি সমীক্ষা তৃণমূলকে এগিয়ে রাখলেও তৃণমূলের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে, বিজেপির সঙ্গে কোন হাড্ডাহাড্ডি লড়াই নয়, বরং তাঁরাই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসতে চলেছে। বুথ ফেরত সমীক্ষা নিয়ে তৃণমূলের মুখপাত্র তথা রাজ্যের মন্ত্রী তাপস রায় এদিন জানিয়েছেন, সব সমীক্ষার ফলাফল দেখেও বলা যায়, কোথাও কোনো হাড্ডাহাড্ডি লড়াই নেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বরং তৃণমূল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার সরকার গড়তে চলেছে। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই কথা শোনা যাচ্ছে আবার রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর গলাতেও। তিনিও পাল্টা দাবি করেছেন, কোনরকম বুথ ফেরত সমীক্ষার ওপরই ভরসা করা উচিত নয়। কারণ এত কম নমুনার ওপর এই সমীক্ষা তৈরী হয় যে তাতে বেশিরভাগ ক্ষেত্রেই আসল গণনার সঙ্গে বিশেষ কোনো মিল থাকেনা।

আর সে কারণেই সায়ন্তন বসু দাবি করছেন, আর মাঝের দুটো দিন অপেক্ষা করলেই বাংলার মানুষের কাছে পরিষ্কার হয়ে যাবে বিজেপি পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে আসছে। অর্থাৎ পরিবর্তন হচ্ছে বলেই দাবি গেরুয়া শিবিরের। আপাতত নজর থাকছে আগামী 2 রা মের দিকে। ইভিএম মেশিন খোলার পর জন সমীক্ষায় বাংলার ক্ষমতা কার হাতে উঠবে, তা স্পষ্ট হবে। অর্থাৎ পরিবর্তন না প্রত্যাবর্তন পুরোটাই মানুষ দেখতে পাবে আগামী রবিবার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!