এখন পড়ছেন
হোম > জাতীয় > বুথফেরত সমীক্ষাকেই সত্য প্রমাণ করে হ্যাটট্রিক করল আপ সরকার, দিল্লীর মসনদে কেজরীওয়াল

বুথফেরত সমীক্ষাকেই সত্য প্রমাণ করে হ্যাটট্রিক করল আপ সরকার, দিল্লীর মসনদে কেজরীওয়াল


আজ দিল্লী বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা। সকালের দিকে গণনার প্রাথমিক পর্ব মিটতেই বুথ ফেরত সমীক্ষার ছবি সকলের সামনে স্পষ্ট হয়ে ওঠে। দেখা যায়, আম আদমি পার্টি তৃতীয়বার হ্যাটট্রিক করার পথে। অরবিন্দ কেজরিওয়াল দিল্লি বিধানসভায় আবারও মুখ্যমন্ত্রীর আসনে বসতে চলেছেন। এই কথাটি স্পষ্ট হওয়ার সাথে সাথে অভিনন্দন এর বন্যা বয়ে যায় কেজরিওয়ালের অফিসে। সরাসরি অরবিন্দ কেজরিওয়ালের কাছে একের পর এক হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিদের ফোন যায়। অন্যদিকে, রাজনৈতিক মহলের একাংশের মতে, বিজেপি প্রথম থেকেই দিল্লি বিধানসভা নির্বাচনকে প্রেস্টিজ ফাইটের জায়গায় নিয়ে গিয়েছিল, সে জায়গায় তাঁদের যে মুখ পুরলো সে কথা পরিষ্কার হয়ে গেল এদিন।

দিল্লি বিধানসভার নির্বাচন সম্পন্ন হয়েছিল গত 8 ই ফেব্রুয়ারি। নির্বাচনের পরেই প্রত্যেকটি সংস্থার বুথ ফেরত সমীক্ষায় স্পষ্ট হয়ে উঠেছিল, দিল্লি বিধানসভায় আবারও একবার আসতে চলেছে কেজরিওয়ালের সরকার। যদিও বিজেপি থেকে এই সমীক্ষাকে ভ্রান্ত বলে সম্পূর্ণ নস্যাত করে দেওয়া হয়। দিল্লির বিজেপি প্রার্থী মনোজ তিওয়ারি দাবি করেন, দিল্লিতে এবারে তাঁরা বড় অংশে জয়লাভ করবেন। তবে এদিন বিজেপি প্রার্থীর দাবিকে পুরোপুরি ভুল প্রমাণ করে বুথফেরত সমীক্ষাই জয়লাভ করলো। এবারের দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি বিজেপিকে রীতিমতো ধুয়েমুছে সাফ করে দিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুরু থেকে অবশ্য বিজেপি বেশ কয়েকটি আসনে এগিয়ে ছিল। তবে সেই ব্যবধান খুব একটা বেশি ছিল না। কোথাও 55, কোথাও বা 105 টি ভোট। ন্যূনতম ব্যবধান বেলা বাড়ার সাথে সাথেই কোথায় যেন মিলিয়ে যায়। প্রায় কুড়িটি আসনে বিজেপি শুরুর দিকে এগিয়ে ছিল, যেগুলির সবকটি পরে আপের দখলে চলে যায়। অবশ্য বেলা সোয়া তিনটা পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে জয়ী প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। কিন্তু যেভাবে ব্যবধান দীনের শেষে বেড়েছে, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে দিল্লি আবার আম আদমি পার্টির ছত্রছায়ায় আসতে চলেছে। দিল্লি বিধানসভা নির্বাচনে এবারের মোট আসন ছিল ৭০ টি। তিনটি দলের মধ্যে শেষ পাওয়া খবর অব্দি আপ এগিয়ে আছে 63 টি আসনে, বিজেপি সাতটি আসনে। অন্যদিকে, কংগ্রেস এবং অন্যান্য দলের ভাগ্যে একটি আসনও জোটেনি।

দিল্লি বিধানসভা নির্বাচনে প্রথম থেকেই আম আদমি পার্টির লড়াই মূলত দু’টি দলের সঙ্গে। একটি বিজেপি এবং অন্যটি কংগ্রেস। অন্যদিকে, রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, প্রথম থেকেই সংশোধিত নাগরিকত্ব আইন এবং জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে বিজেপি কোণঠাসা ছিল। তার ওপরে শাহীনবাগের আন্দোলন বিজেপিকে বেশ কিছুটা অস্বস্তিতে ফেলেছিল। আর তারই ফল দেখা গেল দিল্লি বিধানসভার ভোটবাক্সে। এদিন রাজনৈতিক মহলের একাংশ দাবি করেন, দিল্লি বিধানসভা জেতা বিজেপির কাছে ছিল একটা প্রেস্টিজ ফাইট। সেই প্রেস্টিজ ফাইটে হেরে রাজনৈতিক মঞ্চে খুব স্বাভাবিকভাবেই বিজেপি বেশ কিছুটা পিছিয়ে গেল। আপাতত সমস্ত পরিস্থিতির ওপর নজর রাখবে রাজনৈতিক পর্যবেক্ষকগণ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!