এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বড়োসড়ো ভাঙ্গন বিজেপি শিবিরে, দল ছাড়লেন মুকুল ঘনিষ্ঠ হেভিওয়েট

বড়োসড়ো ভাঙ্গন বিজেপি শিবিরে, দল ছাড়লেন মুকুল ঘনিষ্ঠ হেভিওয়েট


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই তীব্র ভাঙ্গন সৃষ্টি হয়েছে বিজেপি শিবিরে। এই ভাঙ্গনকে ত্বরান্বিত করেছে সপুত্র মুকুল রায়ের তৃণমূলে প্রত্যাবর্তন। মুকুল রায় বিজেপি ছাড়তেই দলের পদ ছেড়ে দিয়েছিলেন মুকুল রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত বিজেপি নেতা তপন সিনহা। বিজেপিতে যোগদান করেছিলেন তিনি মুকুল রায়ের সঙ্গেই। দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে তিনি ছিলেন।

মুকুল রায় দল ছেড়ে দিলে সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতির পদ থেকে তিনি ইস্তফা দিয়েছিলেন তিনি। এরপর এক ভিডিও বার্তায় মুকুল রায়কে রাজনৈতিক গুরু বলে তিনি সম্বোধন করেছিলেন। তিনি জানিয়েছিলেন, বনগাঁ সাংগঠনিক জেলা তৈরি হবার পর থেকে দলের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি। কিন্তু এখন তিনি দলে থেকে ঠিকমতো কাজ করতে পারছেন না। তবে ব্যক্তিগতভাবে কারোর প্রতি তিনি অভিযোগ করেন নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তারপর এরপর গতকাল বিকেলে গোবরডাঙ্গার পুর প্রশাসক সুভাষ দত্তের নেতৃত্বে তৃণমূলে প্রত্যাবর্তন করলেন তিনি। তিনি অভিযোগ করেছেন, বিজেপিতে থেকে কাজ করা সম্ভব নয়। কিছুদিন ধরে দলের রাজনৈতিক কর্মসূচি সম্পর্কে তিনি জানতে পারেন নি, অথবা তাঁকে জানানো হয়নি। তাঁর দলত্যাগ নিয়ে এখনও বিজেপির পক্ষ থেকে কোনো বক্তব্য রাখা হয়নি।

তবে, ওয়াকিবহাল মহলের মতে, তাঁর দলত্যাগে যথেষ্ট বেকায়দায় পড়তে পারে বিজেপি। এদিকে গোবরডাঙ্গা শহর বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী শর্মিষ্ঠা বালা রায় নিজের অনুগামীদের নিয়ে সম্প্রতি যোগদান করেছেন তৃণমূলে। সবকিছু নিয়েই বিজেপির শক্তিশালী গড় বলে পরিচিত বনগাঁয় এবার যথেষ্ট চাপের মুখে বিজেপি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!