এখন পড়ছেন
হোম > অন্যান্য > শুক্রবারে জন্মানো ব্যক্তিদের চারিত্রিক গঠন কেমন হয়? কেমন হয় ভাগ্য? জেনে-বুঝে নিন খুব সহজেই

শুক্রবারে জন্মানো ব্যক্তিদের চারিত্রিক গঠন কেমন হয়? কেমন হয় ভাগ্য? জেনে-বুঝে নিন খুব সহজেই


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আমাদের প্রাচীন শাস্ত্র বলে, মানুষের জন্মানোর সময়তেই তার ভাগ্য নির্ধারিত হয়ে যায়। যে সব কারণগুলি আমাদের ভাগ্য ও চরিত্র নির্ধারণের ক্ষেত্রে প্রভাবশীল তার মধ্যে অন্যতম হলো,কোন বারে আপনার জন্ম হয়েছে। আপনার যদি শুক্রবারে জন্ম হয় তবে জেনে নিন এই দিনে জন্মানো জাতক-জাতিকাদের চারিত্রিক গঠন ও ভাগ্য কেমন হয়।

★ শুক্রবারের অধিষ্ঠাতা দেবী হলেন মা লক্ষ্মী এবং অধিপতি গ্রহ হলেন শুক্র। এই দিন জন্মানো ব্যাক্তিদের মধ্যে একটি স্বাভাবিক উচ্ছলতা ও অন্যকে আকর্ষণ করার বিশেষ ক্ষমতা থাকে।

★ এই দিন যাদের জন্ম তাদের মন স্বচ্ছ হয়। এরা বুদ্ধিমান এবং মিষ্টি স্বভাবের হয়ে থাকে। তাছাড়া এরা সহনশীল ও ভাবুক স্বভাবেরও হয়।

★ শুক্রবারে জন্মানে মানুষেরা যেকোনো সমস্যায় ঘাবড়ে না গিয়ে দৃঢ়তা নিয়ে মোকাবিলা করতে সক্ষম হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

★ এদের এমনই ব্যাক্তিত্ব থাকে যে যারা এদের পেছনে নিন্দা করে তারাও এদের সামনে মুখের ওপর কিছু বলতে পারে না।

★ এই দিনে জন্মানো ব্যাক্তিরা শিল্প মনস্ক হয়। কাব্য, সংস্কৃতি, ধর্ম, শিল্প – এই সব বিষয় এদের স্বাভাবিক ভাবেই আকর্ষণ করে।

★ এরা একটু আরামপ্রিয় হয়। তবে অপরকে সাহায্য করার ব্যাপারে সর্বদা নিজেকে প্রস্তুত রাখে।

★ এরা একটু বেলা করে ঘুম থেকে উঠতে ভালবাসে৷ অনেক সময় এরা ঘুমকাতুরেও হয়। এদের জীবনের উন্নতি বা অবনতি অনেকাংশেই তার পরিবেশ ও সঙ্গেে ওপর নির্ভর করে।

★ এরা অত্যন্ত রোমান্টিক ও সঙ্গীতপ্রিয় হয়।

★ পোষাক পরিচ্ছদ ও সৌখিনতায় বড়ো বেশি আসক্ত থাকার কারণে এরা অনেক সময় কর্মবিমুখ ও বিলাসী হয়ে ওঠে।

★ এই জাতকদের সবচেয়ে পছন্দের জায়গা হলো কোনো নদীর পাড় বা জলাশয়ের ধার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!