এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বড় ধাক্কা ছাত্রদের! UGC আপত্তিতে আবারো পরীক্ষার সূচী-নিয়ম বদলাচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়!

বড় ধাক্কা ছাত্রদের! UGC আপত্তিতে আবারো পরীক্ষার সূচী-নিয়ম বদলাচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – চলতি বছরে করোনা সংক্রমনের কারণে রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলির স্নাতক ও স্নাতকোত্তর পর্বের চূড়ান্ত পরীক্ষা প্রথমদিকে স্থগিত রাখা হয়েছিল। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল করোনা সংক্রমনের কারণে এ বছর কলেজ ও বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের পরীক্ষা নেওয়া হবে না পরিবর্তে পূর্ববর্তী সেমেস্টারের প্রাপ্ত নম্বর ও ইন্টারনাল অ্যাসেসমেন্টের ভিত্তিতে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। কিন্তু এরপর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে জানানো হয়, পরীক্ষা ছাড়া কোনভাবেই স্নাতক ও স্নাতকোত্তরের সার্টিফিকেট দেওয়া যাবে না। এরপর কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলি রাজ্য শিক্ষাদপ্তরের পরীক্ষা বিষয়ে আলোচনা করে পরীক্ষার সূচি নির্ধারণ করে। রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অনলাইনে পরীক্ষা নেওয়ার পক্ষে তাদের মতামত ব্যক্ত করে।

এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, বিশ্ববিদ্যালয় সমস্ত পরীক্ষার্থীদের ইমেইল বা হোয়াটস অ্যাপের মাধ্যমে প্রশ্নপত্র পাঠিয়ে দেবে। তারা এর উত্তর লিখে ২৪ ঘণ্টার মধ্যে তা অনলাইনে জমা করতে পারবে। যাদের পক্ষে অনলাইনে জমা দেওয়া কষ্টসাধ্য, তারা কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়েও এর উত্তরপত্র জমা দিয়ে আসতে পারবে। আগামী ১ লা অক্টোবর থেকে ১৮ ই অক্টোবরের মধ্যেই পরীক্ষার পরীক্ষার রুটিন নির্ধারণ করেছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। এরপর এই বিষয়ে তাদের সমস্ত পরিকল্পনা রাজ্য সরকার মারফত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে পাঠানো হয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এভাবে বহু অনিশ্চয়তার পর যখন পরীক্ষার সময়সূচি মোটামুটি ভাবে স্থির করে ফেলছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। তাতে আবার আপত্তি জানালো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। কলকাতা বিশ্ববিদ্যালয় পরীক্ষা পদ্ধতিতে তেমন আপত্তি না জানালেও, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কলকাতা বিশ্ববিদ্যালয়কে স্পষ্ট জানিয়ে দিল যে, পরীক্ষার জন্য ২৪ ঘন্টা সময় কখনই বরাদ্দ করা চলবে না। বড়জোর তিন ঘন্টা সময় বরাদ্দ করা যেতে পারে। তবে লগইন করার, প্রশ্ন পড়ার জন্য কিছটা বাড়তি সময়ের পক্ষপাতী তারা।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছ থেকে এই নতুন নির্দেশিকা পাওয়ার পর নতুন করে পরীক্ষার রুটিন তৈরি করতে যাচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়কে। এর ফলে পুনরায় পরীক্ষা সূচির বদল ঘটতে চলেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!