এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বড় ধাক্কা গেরুয়া শিবিরে! একদা বর্ধমানের দোর্দণ্ডপ্রতাপ সিপিএম নেতা বিজেপি ছেড়ে তৃণমূলে!

বড় ধাক্কা গেরুয়া শিবিরে! একদা বর্ধমানের দোর্দণ্ডপ্রতাপ সিপিএম নেতা বিজেপি ছেড়ে তৃণমূলে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  2021 সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি থেকে তৃণমূল প্রতিটি রাজনৈতিক দল চেষ্টা করছে একে অপরের ঘর ভাঙ্গার। প্রায় প্রতিনিয়ত বিভিন্ন জেলায় একদল থেকে অন্য দলে যোগদানের হিড়িক পড়তে দেখা যাচ্ছে। কখনও তৃণমূলে ভাঙ্গন ধরেছে, আবার কখনও বা বিজেপিতে। আবার দুই দল অপেক্ষা বেশি ভাঙ্গন কখনও কখনও ধরতে দেখা যাচ্ছে সিপিএম এবং কংগ্রেসে। আর এই দলবদলের পালার মধ্যেই একসময়কার হেভিয়েট সিপিএম নেতা এবং তার পরবর্তী কালে বিজেপি নেতা আইনুল হক যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে‌।

জানা যায়, 2018 সালের শুরুর দিকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিপিএমের পক্ষ থেকে আইনুল হককে বহিস্কার করা হয়েছিল। আর তারপরই বর্ধমানের এই হেভিওয়েট সিপিএম নেতা গত মার্চ মাসে দিলীপ ঘোষ, এবং মুকুল রায়ের হাত ধরে যোগদান করেন ভারতীয় জনতা পার্টিতে। কিন্তু বুধবার তৃণমূল ভবনে পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে সেই আইনুল হক যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে।

কিন্তু এক সময় যার দাপটে বাঘে গরুতে এক ঘাটে জল খেত, সেই সিপিএম থেকে বহিস্কৃত আইনুল হক বিজেপিতে গিয়েও কেন আবার বিজেপি ত্যাগ করলেন? কেন রামের প্রতি মোহভঙ্গ হয়ে তিনি আবার ঘাসফুল শিবিরে পা বাড়ালেন? এদিন এই প্রসঙ্গে আইনুলবাবুর ঘনিষ্ঠ ব্যক্তিত্বরা বলেন, “লোকসভা ভোটে প্রার্থী তালিকায় নিজের নাম না দেখে বিজেপির সঙ্গে তিনি দূরত্ব বাড়াতে শুরু করেছিলেন। আইনুলবাবু বর্ধমান দুর্গাপুর আসনে বিজেপির পক্ষ থেকে টিকিট পাবেন বলে আশা করেছিলেন। কিন্তু তা হয়নি।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু যে টিকিট পাওয়ার আশায় মোহভঙ্গ হয়ে তিনি বিজেপি ছেড়ে তৃনমূল কংগ্রেসে যোগ দিলেন, সেই তিনি তৃণমূল কংগ্রেসে আসলে কি আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল তাকে টিকিট দেবে? এই ব্যাপারে কি ঘাসফুল শিবিরের কাছ থেকে কোনো নিশ্চিত বক্তব্য পেয়েছেন তিনি?

একাংশ বলছেন, বিষয়টা যতটা সহজ ভাবে নেওয়া হচ্ছে, ততটা সহজ নয়। কেননা পূর্ব বর্ধমানে একদিকে মলয় ঘটক এবং অন্যদিকে স্বপন দেবনাথ গোটা দল পরিচালনা করেন। তাই তাদেরকে টপকে আইনুল হক টিকিট পাওয়ার আশায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেও, তার আশা আবার ভঙ্গ হতে পারে বলে মনে করছেন একাংশ। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, যে টিকিট পাওয়ার আশায় আইনুল হক তৃনমূলে যোগ দিলেন, তার সেই আশা তৃণমূল কতটা সুরক্ষিত রাখে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!