এখন পড়ছেন
হোম > অন্যান্য > বড়সড় ধাক্কা খেল অক্সফোর্ডের করোনা টিকা? ট্রায়ালেই ধরা পড়ল বড়সড় গলদ? হতাশা বিশ্বজুড়ে?

বড়সড় ধাক্কা খেল অক্সফোর্ডের করোনা টিকা? ট্রায়ালেই ধরা পড়ল বড়সড় গলদ? হতাশা বিশ্বজুড়ে?


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘ অপেক্ষার পর ভ্যাকসিন নিয়ে সুখবর নিয়ে আসে ভারতের সিরাম ইনস্টিটিউট। সেখানে জানান হয়, সম্ভবত এই বছরেই ভারতের বাজারে আসতে চলেছে করোনা ভ্যাকসিন। সেখানে সিরাম ইনস্টিটিউটের তরফ থেকে জানানো হয়েছিল করোনা ভাইরাসের অক্সফোর্ড প্রতিষেধক টিকার প্রথম পর্যায়ের সাপ্লাই চলতি বছরের ডিসেম্বরেই প্রস্তুত হয়ে যাবে।

সেইসঙ্গে সিরাম ইনস্টিটিউটের এগজিকিউটিভ বোর্ডের বৈঠকে করোনার ভ্যাকসিন নিয়ে চূড়ান্ত সূচি বিষয়ক আলোচনা হয়েছে বলেও জানা গিয়েছিল। আর এত অপেক্ষার পর এই সুখবরের জন্যই হয়ত বিশ্ববাসী দিন গুনছিলেন বলেই মনে করা হচ্ছিল। কিন্তু সম্প্রতি সেই আশায় জল ঢেলে দিয়েছে খোদ অ্যাস্ট্রোজেনেকা। জানা গেছে, সম্প্রতি অক্সফোর্ডের গবেষণা ও উৎপাদন সহকারী অ্যাস্ট্রোজেনেকা স্বীকার করে নিয়েছে যে ট্রায়ালে ব্যবহৃত ডোজে একাধিক ভুল হয়েছে।

আর এই বিষয় নিয়ে লিখিত আকারে একটি স্বীকারোক্তি প্রকাশ করা হয়েছে বলেও জানা গেছে। যার পর ইতিমধ্যেই অক্সফোর্ডের উপর থেকে বিশ্বাস হারাতে দেখা গেছে অনেক ভারতীয় গবেষককে। অন্যদিকে, প্রায় শেষ পর্যায়ের দোরগোড়ায় থাকা ‘কোভিশিল্ড’-এর ট্রায়ালে এমন মারাত্মক ভুলের কথা জানতে পেরে আন্তর্জাতিক মহলের বিশেষজ্ঞরাও বেশ চিন্তায় পড়েছে বলেই জানা গেছে।

তবে কি ভুল হয়েছিল সেখানে? জানা গেছে, ভ্যাকসিন গবেষণার সাথে জড়িত আধিকারিকরা জানান, অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার ট্রায়ালে প্রথমে সাফল্য মেলে ৯০%। পরে অন্যান্য ক্ষেত্রে দুটি ডোজ দেওয়া হলে পরে সফলতার হার হয় ৬২%। আর সেখানেই গবেষকরা এই দুই হারের গড় করে সাফল্যের হার ৭০% বলে জানিয়েছিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে যেহেতু বলা হয়েছিল যে এই সমস্ত ক্ষেত্রে যেহেতু ভ্যাকসিন ৫০% কার্যকরী হলেই তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার থেকে অনুমোদন পাওয়ার যোগ্য, তাই এই পরিসংখ্যানের পর তাই স্বাভাবকভাবেই অক্সফোর্ডের ভ্যাকসিন নিয়ে আশার আলো দেখা গিয়েছিল। কিন্তু এরই মধ্যে অক্সফোর্ড ভিন্ন ডোজের ভিন্ন দুইটি ট্রায়ালের ফলাফল নিয়ে ছেলেখেলা করেছে বলে অভিযোগ ওঠে।

যেখানে সামনে আসে এক চমকে দেওয়া তথ্য। জানা গেছে, ব্রাজিল ও ব্রিটেনে একটি ট্রায়ালে ৩০ জনের মধ্যে ২৭ জনকে সম্পূর্ণ ও তিনজনকে ‘ভুল’ করে অর্ধেক ডোজ দেওয়া হয়। যার ভিত্তিতে অক্সফোর্ড ‘কোভিশিল্ড’-এর সাফল্য ৯০% বিবেচনা করে। অন্যদিকে কোনো ট্রায়ালে ৫টির মধ্যে ২টি ক্ষেত্রে কোভিশিল্ড সফল হলেও অন্য ক্ষেত্রে ২০ বারের মধ্যে ১৯ বার সফল হচ্ছে এই ভ্যাকসিন।

তাই স্বভাবতই এই ট্রায়ালের খনির শুনে চিন্তার ভাঁজ পড়েছে চিকিৎসকদের কপালে। অনেক গবেষকদের মতে, অক্সফোর্ডের গবেষণা ট্রায়ালের নিয়মাবলী লঙ্ঘন করেছে। সেখানে ট্রায়ালে যে তিনজনের উপর নির্ভর করে সফলতার হার ৯০% বলে অক্সফোর্ড জানিয়েছে, সেখানে জানা গেছে তাঁদের বয়স ৫৫ বছরের কম।

ফলে এই ট্রায়ালের পর ভারতের মত বিপুল জনসংখ্যার উপর যদি কোভিশিল্ড প্রয়োগ করা হত, তাহলে তার ফল কি মারাত্মক হত, তা ভেবেই আতঙ্কে আছেন চিকিৎসকরা। সেইসঙ্গে আদৌ ট্রায়ালে ঠিক কী ভুল হয়েছে সে বিষয়ে এখনও অক্সফোর্ড ও অ্যাস্ট্রোজেনেকা নিশ্চিত হতে পারেনি বলেও জানা গেছে। তাই বাস্তবে অক্সফোর্ডে ভ্যাকসিনের সফলতার হার ঠিক কতটা, সে বিষয়ে এখনই কিছুই বোঝা যাচ্ছে না বলেই জানা গেছে।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!