এখন পড়ছেন
হোম > জাতীয় > বড় ধাক্কা তৃণমূলে ! মোহভঙ্গ এই হেভিওয়েটের ,দল ছাড়তেই বিস্ফোরক মন্তব্য !

বড় ধাক্কা তৃণমূলে ! মোহভঙ্গ এই হেভিওয়েটের ,দল ছাড়তেই বিস্ফোরক মন্তব্য !


 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-   একুশে বিধানসভার পরেই সর্বভারতীয় রাজনীতিতে ধীরে ধীরে নিজেদের প্রসার বিস্তার করতে এগিয়ে চলছিল তৃণমূল কংগ্রেস যার মধ্যে ত্রিপুরা রাজ্য ছিল একটি অন্যতম। আর এবার সেই ত্রিপুরাতে জোর ধাক্কা খেলো তৃণমূল কংগ্রেস বেশ কিছুদিন আগেই দেখা গিয়েছিল বিজিপি পার্টি করায়  নিজের পাপ হয়েছে বলে কালীঘাটে মাথা মুড়িয়ে বিজেপি ছেড়ে যোগ দিয়েছিলেন তৃণমূলে আশিস দাস । তবে বছর না যেতে যেতেই মোহভঙ্গ হলো আশিস দাসের যার ফলে এবার তৃণমূল ছাড়লেন ত্রিপুরার প্রাক্তন বিধায়ক । 

সূত্রের মাধ্যম জানা যায় আজ শুক্রবার তৃণমূলের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করে তৃণমূল ছেড়ে দিলেন আশিস দাস । কিছুদিন থেকেই বেসুরো হয়েছিলেন আশিস দাস দলের বিরুদ্ধে নানান ধরনের তোপ দাগছিলেন তবে এবার তিনি শেষমেশ তৃণমূল দল ছেড়ে দিলেন । জানা যাচ্ছে সামনেই ত্রিপুরার চার কেন্দ্রে উপনির্বাচন আর এই মুহূর্তেই তৃণমূল কংগ্রেস ছেড়ে দিলেন ত্রিপুরার প্রাক্তন বিধায়ক আশিস দাস যার ফলে ত্রিপুরার রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের একটি বড়সড় ধাক্কা বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ ।

প্রসঙ্গ উল্লেখ্য যে কয়েকমাস আগেই  কালিঘাটে এসে এতদিন বিজেপি পার্টি করার এবং বিজেপি সরকারে থাকার পাপ মুছতে এসেছি  বলতে শোনা গিয়েছিলো আশিস দাসকে ।আর এর মধ্যেই তৃণমূল ছাড়তেই বিস্ফোরক মন্তব্য করে বিরাট বোমা ফাটালেন তিনি । এদিন তিনি জানান  ‘তৃণমূল বাংলার পার্টি ত্রিপুরার মানুষকে তা গুরুত্ব দেয় না সম্মান দেয় না। একজন ত্রিপুরাবাসী হিসেবে আমি সেটা মানতে পারব না ।কংগ্রেস-সহ বিরোধীদের দুর্বল করে তৃণমূল আসলে বিজেপিরই সুবিধা করে দিচ্ছে। তাই তৃণমূল কতটা বিজেপিকে হারাতে চায়, তা নিয়ে আমার সন্দেহ রয়েছে। তাই ওই দল ত্যাগ করার সিদ্ধান্ত নিলাম।’  

এছাড়া আশিস দাস  আরো জানান পুরনোদের মূল্য দেওয়া হচ্ছে না বলে বিজেপি ছেড়েছিলাম তবে এখন তৃণমূলও দেখলাম তাই। এখানে যোগ্যদের কোনও গুরুত্ব দেওয়া হয় না এখানেও পুরনোরা গুরুত্ব পায় না। তৃণমূলে আমি নতুন হলেও আমি পুরনোদের সঙ্গে ছিলাম। সেটা একাংশের পছন্দ হয়নি। তৃণমূলে এত গ্রুপইজম যে এখানে থাকা যায় না বলে সাংঘাতিক অভিযোগ করেন তিনি । সব মিলিয়ে ত্রিপুরা রাজনীতিতে আগামী পরিস্থিতি কোন দিকে গড়ায় সেটাই এখন দেখার বিষয় সে দিকেই নজর থাকবে  সকলের ।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!