এখন পড়ছেন
হোম > জাতীয় > বড় ‘ফাঁড়া’ কাটল বাম-কংগ্রেস জোটের! বিধানসভার আগে আরও টানটান বঙ্গ রাজনীতি? জানুন বিস্তারে

বড় ‘ফাঁড়া’ কাটল বাম-কংগ্রেস জোটের! বিধানসভার আগে আরও টানটান বঙ্গ রাজনীতি? জানুন বিস্তারে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কেরলে কুস্তি ও বাংলায় দোস্তির পথে হাঁটতে চলেছে সিপিএম। কেরলে কংগ্রেসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করলেও বাংলায় বাংলায় বাম- কংগ্রেস জোটের পক্ষে সম্মতি জানালো কেন্দ্রীয় সিপিএম নেতৃত্ব। জোট বিষয়ে রাজ্য সিপিএম নেতৃত্বের পাশে থাকার আশ্বাস দিল কেন্দ্রীয় সিপিএম নেতৃত্ব। সিপিএমের পরবর্তী কেন্দ্রীয় কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন পড়তে চলছে। কেন্দ্রীয় সিপিএম নেতৃত্বের এই সিদ্ধান্তকে স্বাগত জানালো প্রদেশ কংগ্রেস।

প্রসঙ্গত, গত ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের পূর্বে রাজ্য সিপিএম নেতৃত্ব কংগ্রেসের সঙ্গে জোট করার যে প্রস্তাব দিয়েছিল, সে প্রস্তাব অনুমোদন দেয়নি সিপিএমের কেন্দ্রীয় কমিটি। রাজ্যর অধিকাংশ আসনে সেবার যৌথ সভা করেছিল বাম ও কংগ্রেস। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও রাহুল গান্ধীকে এক মঞ্চেও দেখা গিয়েছিল।

কিন্তু রাজ্য সিপিএম ভোটে পার্টি লাইন মান্য করেনি বলে ক্ষোভ প্রকাশ করেছিল সিপিএমের কেন্দ্রীয় কমিটি। এ জন্য সমালোচিত হয়েছিলেন, বিমান বসু, সূর্যকান্ত মিশ্র প্রমুখরা। শেষ পর্যন্ত ভোটের পর কেরল লবির চাপে পড়েই রাজ্য সিপিএম নেতৃত্বে আসন সমঝোতার ব্যাখ্যা দিয়েছিল। এরফলে সিপিএমের প্রতি যথেষ্ট ক্ষুব্দ হয়েছিল প্রদেশ কংগ্রেস। একারণেই গত ২০১৯ এর লোকসভা নির্বাচনে বাম কংগ্রেস জোট এগোতে পারেনি। রাজ্যের মাত্র চারটি আসনে কংগ্রেসের সঙ্গে জোট হয়েছিল বামের।যার ফলও ভুগতে হয়েছিল দুটি দলকেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে আগামী ২০২১ এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জোট বিষয়ে অনেকটাই নমনীয় হতে দেখা গেলো কেন্দ্রীয় সিপিএম নেতৃত্বকে। গত সোমবারের সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠকে জোটের বিষয়টি তোলেন ইয়েচুরি। বহু তর্কবিতর্কের পর এ বিষয়ে সম্মতি জানাতে দেখা গেল সিপিএমের কেন্দ্রীয় নেতৃত্বকে। সিপিএম পার্টির কেন্দ্রীয় কমিটির এক সদস্য জানান, জোট যে অনিবার্য, তা বুঝতে পেরেছে পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব। তাই রাজ্য নেতৃত্ব যে প্রস্তাব দিয়েছিল এই প্রস্তাবকে সমর্থন জানালো কেন্দ্রীয় নেতৃত্ব।

গত সোমবারের বৈঠকে স্থির হয়, করলে কংগ্রেসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হলেও, বাংলায় বাম কংগ্রেস যূথবদ্ধভাবে লড়াই করবে। তবে এখনো এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন আসেনি। এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেবে কেন্দ্রীয় কমিটি ৩০ ও ৩১ সে অক্টোবর কেন্দ্রীয় কমিটির পরবর্তী বৈঠকে। তবে রাজ্য সিপিএম নেতৃত্বের আশা, সমস্ত রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে কেন্দ্রীয় নেতৃত্ব এ বিষয়ে অনুমোদন দেবে।

এদিকে পশ্চিমবঙ্গে বাম কংগ্রেস জোট নিয়ে কেন্দ্রীয় সিপিএম নেতৃত্বের এই সিদ্ধান্তকে স্বাগত জানাল প্রদেশ কংগ্রেস। রাজ্য কংগ্রেস দলের সাধারণ সম্পাদক শুভঙ্কর সরকার জানালেন, জোট বিষয় নিয়ে বামের সঙ্গে তাদের দু দফায় বৈঠক হয়ে গেছে। এ বিষয়ে আরও বৈঠক চলবে। রাজ্যের ২৯৪ টি আসন রাফা করতে উভয়েই সম্মত, তবে কে কোন আসনে প্রার্থী দেবে তা এখনো চূড়ান্ত হয়নি। চলতি বছরের মধ্যেই বিষয়টি সম্পূর্ণ হয়ে যাবে বলে আশা করছেন তিনি। এভাবেই জোটের বাধা কাটিয়ে স্বমহিমায় বাংলার রাজনীতির অঙ্গনে আসতে চলছে বাম- কংগ্রেস।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!