এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বড় খবর! ২০২১-এর বিধানসভায় তৃণমূলের প্রথম প্রার্থীর নাম ঘোষণা হয়ে গেল! মমতা নয়, করলেন অনুব্রত

বড় খবর! ২০২১-এর বিধানসভায় তৃণমূলের প্রথম প্রার্থীর নাম ঘোষণা হয়ে গেল! মমতা নয়, করলেন অনুব্রত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি রাজ্যের করোনা আবহের মধ্যে আগামী নির্বাচনের পদধ্বনি শোনা যাচ্ছে। তবে রাজ্যে যেরকম ভাবে করোনা সংক্রমণ সম্প্রতি বাড়ছে, সে ক্ষেত্রে পরিস্থিতির উন্নতি না ঘটলে আগামী বছরের সঠিক সময়ে বিধানসভা ভোট আদৌ অনুষ্ঠিত করা সম্ভব হবে কিনা তা নিয়ে প্রশ্ন অনেকের মনেই রয়েছে। তবুও আগামী আগামী বিধানসভা ভোটের জন্য রাজনৈতিক দলগুলি প্রস্তুতি শুরু করে দিয়েছে।এ বিষয়ে হাত গুটিয়ে বসে নেই শাসক দল তৃণমূলও।

শাসক দলের রাজনৈতিক উপদেষ্টা প্রশান্ত কিশোর এবারের বিধানসভা নির্বাচনে স্বচ্ছতার বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। আর এই বিষয়ে গুরুত্ব দিতে গিয়েই রাজ্যের অন্যান্য রাজনৈতিক দল বিশেষ করে রাজ্যের পূর্বোক্ত শাসক দল সিপিএম ও অন্যান্য বামপন্থী দলের স্বচ্ছ ভাবমূর্তির অধিকারী নেতাদের যেনতেন প্রকারে শাসকদলে টেনে আনার প্রচেষ্টা চালাচ্ছেন তিনি । এই আবহের মধ্যে বীরভূম জেলার তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল নিজের দায়িত্বে থাকা পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের প্রার্থী ঘোষণা করে দিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনুব্রত মণ্ডল বীরভূম জেলার তৃণমূল জেলা সভাপতি সেইসঙ্গে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম এর দায়িত্বেও আছেন। আগামী নির্বাচন উপলক্ষে অনুব্রত মণ্ডল কেতুগ্রামে বেশ কিছু বুথ ভিত্তিক কর্মীসভায় আয়োজন ইতিমধ্যেই করে ফেলেছেন। তবে, শাসকদলের জনৈক ব্লক নেতার প্রতিবাদের কারণে কিছুদিন এই সভার আযোজন থেকে বিরত ছিলেন অনুব্রত মণ্ডল। সম্প্রতি কেতুগ্রামের ১ নম্বর ব্লকে তাঁকে আবার বুথ ভিত্তিক কর্মীসভার আয়োজন করতে দেখা গেল।

কেতুগ্রামের ১ নম্বর ব্লকের এই কর্মীসভা থেকে কেতুগ্রামের আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীর নাম পর্যন্ত ঘোষণা করে দিলেন অনুব্রত মন্ডল। এ প্রসঙ্গে তিনি জানালেন, ” বর্তমানে বিধায়ক থাকা শেখ শাহনওয়াজই পরবর্তী প্রার্থী হবেন।”

কেতুগ্রামের তৃণমূল প্রার্থীর নাম ঘোষণা করেই তিনি ক্ষান্ত হলেন না। স্পষ্টভাবে জানিয়ে দিলেন, কেতুগ্রামে তৃণমূল প্রার্থী শেখ শাহনওয়াজকে আগামী বিধানসভা নির্বাচনে জয়লাভ করাতেই হবে। কিভাবে তাঁকে নির্বাচনে জয়লাভ করানো সম্ভব হবে, তাও বাতলে দিলেন তিনি।

এ প্রসঙ্গে সাংবাদিকদের তিনি অবশ্য জানান যে, ” দলনেত্রী প্রার্থী তালিকা ঘোষণা করবেন।” প্রসঙ্গত তিনি আরও জানান যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে কেন্দ্র করেই এবারেও জয়লাভ করবে শাসকদল। সেই সঙ্গে তিনি আরও জানালেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি রাজ্যবাসীর বিশ্বাস এখনো অটুট আছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!