এখন পড়ছেন
হোম > জাতীয় > বড় খবর! গুরুতর অসুস্থ হয়ে মাঝরাত্রে দিল্লি এইমসে আবারো ভর্তি হলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

বড় খবর! গুরুতর অসুস্থ হয়ে মাঝরাত্রে দিল্লি এইমসে আবারো ভর্তি হলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আবারো গুরুতর অসুস্থ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল শনিবার রাত এগারোটায় শ্বাসকষ্টের সমস্যা নিয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি হলেন তিনি। গত দেড় মাসের মধ্যে এভাবে তৃতীয় বার হাসপাতালে ভর্তি হতে হল স্বরাষ্ট্রমন্ত্রীকে। স্বরাষ্ট্রমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে চিন্তার ভাজ পড়েছে তাঁর পরিবারবর্গ, অনুগামী সহ আপামর জনগণের।

প্রসঙ্গত, গত ২ রা আগস্ট স্বরাষ্ট্রমন্ত্রীর করোনা আক্রান্ত হবার সংবাদ পাওয়া যায়। সেদিন সোশ্যাল মিডিয়া টুইটারে টুইট করে নিজের করোনা সংক্রমণের কথা নিজেই জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেদিন তিনি জানিয়েছিলেন যে, তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে এবং চিকিৎসকের পরামর্শে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। সেসময় দিল্লির এইমস হাসপাতালে ভর্তি হন তিনি। এরপর গত ১৪ ই আগস্ট তিনি করোনা মুক্ত হয়ে ফিরে আসেন।

সেদিনও তিনি নিজের করোনা মুক্তির কথা সোশ্যাল মিডিয়া টুইটারে টুইট করে তিনি জানিয়েছিলেন। সেদিন টুইটারে স্বরাষ্ট্রমন্ত্রী লিখেছিলেন, “আজ আমার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। আমি ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এই সময় আমার এবং আমার পরিবারের পাশে থেকে যাঁরা নিয়মিত সাহস জুগিয়েছেন, আমার স্বাস্থ্যের খবরাখবর নিয়েছেন, তাঁদেরও অসংখ্য ধন্যবাদ। আপাতত চিকিৎসকদের পরামর্শে কয়েকদিন হোম আইসোলেশনে থাকব।’’ স্বরাষ্ট্রমন্ত্রীর সেদিনের এই টুইট সকলকে স্বস্তি দিয়েছিল। তবে সেই স্বস্তির তাল কেটে অল্পসময়ের মধ্যেই আবার ফিরে আসে উদ্বেগের ছায়া।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কারণ, তার মাত্র ৪ দিন পরেই পুনরায় অসুস্থ হয়ে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী। এবার শুরু হয় তাঁর শ্বাসকষ্ট জনিত সমস্যা। এর ফলে গত ১৮ ই আগস্ট পুনরায় তাঁকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়। পোস্ট কোভিড কেয়ারের জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সে সময়ে এইমস হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, করোনা সংক্রমণ থেকে মুক্তি লাভ করলেও স্বরাষ্ট্রমন্ত্রীর কিছু কিছু শারীরিক সমস্যা দেখা দিয়েছে। যেমন শরীরে ক্লান্তি, পেশিতে যন্ত্রণা ইত্যাদি সমস্যা। তারপর প্রায় দুসপ্তাহ হাসপাতালে ভর্তি থেকে গত ৩১ সে আগস্ট তিনি পুনরায় সুস্থ হয়ে ফিরে আসেন।

এবারও সুস্থ হয়ে বাড়ি ফেরার মাত্র দু সপ্তাহের মধ্যেই আবার তাকে ভর্তি করা হল দিল্লির এইমস হাসপাতালে। গতকাল শনিবার রাত ১১ টায় পুনরায় তিনি শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে ভর্তি হলেন দিল্লির এইমস হাসপাতালে। এইমস হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন যে, করোনা মুক্ত হওয়ার পরও বেশ কিছু ব্যক্তির মধ্যে শ্বাসকষ্টের সমস্যা দেখা দিচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীও এই সমস্যায় আক্রান্ত হয়েছেন। এইমস হাসপাতালের চিকিৎসকেরা স্বরাষ্ট্রমন্ত্রীকে হাসপাতালে ভর্তি থেকে তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করাবার পরামর্শ দিয়েছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গতকাল রাত ১১ টায় স্বরাষ্ট্রমন্ত্রীকে ভর্তি করা হয় এইমস এর কার্ডিও-নিউরো টাওয়ারে। এভাবে পুনঃপুন স্বরাষ্ট্রমন্ত্রীর হাসপাতালে ভর্তি হওয়ায় তাঁর শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত অনেকেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!