এখন পড়ছেন
হোম > রাজ্য > বড় খবর, প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান পদে বদল, তুঙ্গে জল্পনা!

বড় খবর, প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান পদে বদল, তুঙ্গে জল্পনা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- প্রাথমিকে নিয়োগের ঘটনায় একের পর এক দুর্নীতির তথ্য সামনে আসতে শুরু করেছে। যার ফলে শাসক দলের অনেক নেতা থেকে শুরু করে হেভিওয়েট বিধায়কের নাম জড়িয়ে পড়ছে। অস্বস্তি বাড়ছে তৃণমূলের মধ্যে। আর এই পরিস্থিতিতে এবার কোচবিহার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হল হিতেন বর্মনকে। যাকে কেন্দ্র করে নানা মহলে জল্পনার সৃষ্টি হয়েছে।

সূত্রের খবর, এদিন প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয় হিতেন বর্মনকে। যে জায়গায় দায়িত্ব দেওয়া হয় জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শককে। অনেকে বলছেন, বর্তমানে নিয়োগ দুর্নীতির ঘটনায় চাপে রয়েছে রাজ্য সরকার। হয়তো সেই ব্যাপারে কোনো অভিযোগ নবান্নের কাছে রয়েছে। আর সেই কারণেই দুর্নীতি নিয়ে যাতে পরবর্তীতে বিতর্কের সৃষ্টি না হয়, তার জন্য আগেভাগেই হিতেন বর্মনকে সরিয়ে দেওয়া হলো। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!