এখন পড়ছেন
হোম > জাতীয় > বড়সড় বিপাকে নেপাল সৌজন্যে চীন, জেনে নিন কি ঘটলো

বড়সড় বিপাকে নেপাল সৌজন্যে চীন, জেনে নিন কি ঘটলো


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা সংক্রমণ কালে চীন ভারতের বিরুদ্ধে লাদাখে জমি বিবাদ শুরু করেছে। ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রে চীন পাশে পেয়েছে তার বন্ধুদেশ নেপালকে। তবে, চীনের মতো কুচক্রী দেশের সঙ্গে বন্ধুত্ব করা যে কতটা ঝুঁকিপূর্ণ, কতটা সর্বনাশা সম্প্রতি তা হাড়ে হাড়ে টের পেল নেপাল।

ইতিপূবে গত ২০১৮ সালে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি চীন সফরে গিয়েছিলেন। সে সময় চীন ও নেপালের মধ্যে একটি ট্রেড বিল সংগঠিত হয়েছিল। বৈঠকে চীন নেপাল থেকে হাজার ৮০৩০ টি জিনিসের আমদানি করবে বলে জানিয়েছিল। আমদানিকৃত এই দ্রব্যগুলোর মধ্যে ছিল কাপড়, বাসন, ফুটওয়ার, বিউটি প্রোডাক্টস, টুথব্রাশ, পশুর হাড়ের তৈরি বোতাম, মেডিকেল তেল, প্লাস্টিক জাতীয় দ্রব্য ইত্যাদি। এরপর, এই দুই দেশের মধ্যে ট্রেড বিল চুক্তি অনুসারে নেপাল থেকে চীন ৫১২ টি দ্রব্যের আমদানির প্রতিশ্রুতি দেয়।

কিন্তু সম্প্রতি এ বিষয়ে নেপালকে এক বিরাট ধাক্কা দিল চীন। উপযুক্ত সময় আসতেই নিজের প্রকৃত স্বরূপ প্রকাশ করে ফেলেছে চীন। দেখা যাচ্ছে চীন থেকে নেপালে যে আমদানিকৃত দ্রব্যের যে তালিকা পাঠানো হয়েছে সেখানে ৫১২ টির পরিবর্তে কেবল মাত্র ১৮৮ টি দ্রব্যের আমদানি করার প্রতিশ্রুতি দিয়েছিল চীন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে নেপালের সংবাদপত্র ‘মাই রিপাবলিকান’ থেকে জানা গিয়েছে যে, নেপালের অর্থনীতিকে ভেঙে দেবার উদ্যোগ নিয়েছে চীন। চীন প্রতারণা করেছে নেপালের সঙ্গে। ভারতের সঙ্গে শত্রুতা ও চীনের সঙ্গে সখ্যতার কারণেই নেপালের আর্থিক অবস্থার ক্রমশ অবনতি ঘটছে। চীনের কারণেই প্রবল আর্থিক ক্ষতির মুখে পড়েছে নেপাল।

চীন তার এই আচরণের মাধ্যমে প্রমাণ করে দিল যে, তার কাছে বন্ধু বলে কেউ নেই। যা কিছু চিন করে থাকে, তার সব নিজের স্বার্থের কারণেই করে থাকে। স্বার্থের কারণে যদি বন্ধুর সর্বনাশ করার প্রয়োজন হয়, তবে সেকাজে চীন পিছপা হয় না। বন্ধুকে পেছন থেকে ছুরি মারবার আগে একটা বারও চিন্তা করে না চীন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!