এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বড়সড় ধাক্কা মমতার! রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর দুই ভাই যোগ দিলেন বিজেপিতে, ক্রমশ চড়ছে পারদ

বড়সড় ধাক্কা মমতার! রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর দুই ভাই যোগ দিলেন বিজেপিতে, ক্রমশ চড়ছে পারদ


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দলের সদস্য সংখ্যা বৃদ্ধি করতে একাধিকবার যোগদান কর্মসূচি পালন করছে বিজেপি। গতকাল শনিবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের বাস টার্মিনাসে বিজেপির যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল। আর এই যোগদান কর্মসূচিতে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন গোয়ালপোখরের বিধায়ক ও সেইসঙ্গে শ্রমদপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানির দুইভাই গোলাম সরওয়ার ও গোলাম হায়দর। এভাবে, খোদ হেভিওয়েট মন্ত্রীর দুই ভাই বিজেপিতে যোগ দেওয়ায়, এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পরলো। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, আগামী বিধানসভা নির্বাচনের পূর্বে সংগঠনকে শক্তিশালী করতে শুরু করেছে বিজেপি। রাজনৈতিক দিক থেকে সুপরিচিত পরিবারের সদস্যদের নিজেদের দলে এনে দলের ভিতকে মজবুত করতে বিশেষভাবে সচেষ্ট হয়ে উঠেছে বিজেপি।

প্রসঙ্গত, গতকাল ইসলামপুরের বাস টার্মিনাসে বিজেপির যোগ দান কর্মসূচী অনুষ্ঠিত হলো। যে কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সহ পর্যবেক্ষক অরবিন্দ মেনন, বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ, বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার, জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায়, কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী, উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী সহ বহু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। আর এই অনুষ্ঠানে বিজেপির দলীয় পতাকা হাতে নিয়ে বিজেপিতে যোগ দিলেন শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানির দুই ভাই গোলাম সরওয়ার ও গোলাম হায়দর।

এভাবে মন্ত্রীর দুই ভাই এর বিজেপিতে যোগ দেওয়া নিয়ে তীব্র শোরগোল পড়ে গেল। বিজেপিতে যোগ দিয়েই শাসকদল তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মন্ত্রীর দুই ভাই। গোলাম সরওয়ার ও গোলাম হায়দর শাসকদলের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে, তৃণমূল সরকারের সময়ে পঞ্চায়েত থেকে জেলা পরিষদ ছেয়ে গেছে দুর্নীতিতে। কাটমানি ছাড়া কোনো কাজ হচ্ছে না, সাধারণ মানুষ পাচ্ছে না ন্যায়বিচার, অভিযোগ নিয়ে থানায় গেলে পুলিশ মামলা নিচ্ছে না। দুর্নীতি রোধ ও এলাকার উন্নয়ন করতে চান তারা। এজন্যই তারা বিজেপিতে যোগদান করেছেন বলে জানালেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল মঞ্চ থেকে বিজেপির একাধিক নেতা শাসকদল তৃণমূলকে তীব্র কটাক্ষ করলেন। বিজেপি নেতা সৌমিত্র খাঁ জানালেন যে, বাংলায় ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। মারের বদলা মার দেওয়া হবে। দাড়িভিট কাণ্ডের স্মৃতি তাঁরা এখনো ভুলে যাননি। কেন্দ্রীয় বিজেপি নেতা অরবিন্দ মেনন বিজেপি কর্মীদের রাজ্যের সর্বত্র পদ্ম ফোঁটাবার আহ্বান জানালেন। বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ জানালেন। তিনি জানালেন যে, ক্ষমতায় এলে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

তবে, গতকালের বিজেপির এই কর্মসূচিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। এ প্রসঙ্গে উত্তর দিনাজপুর তৃণমূল জেলা সভাপতি কানাইয়া লাল আগরওয়াল জানালেন যে, বিজেপি নানা অপ্রাসঙ্গিক কথা বলে উস্কে দিতে চাইছে তৃণমূলকে। কিন্তু তারা বিজেপির ফাঁদে পা দেবেন না। সময় মতো মানুষ তার জবাব দেবেন। দুভাইয়ের বিজেপিতে যোগদান প্রসঙ্গে মন্ত্রী গোলাম রব্বানি জানালেন যে, তাঁর বিরুদ্ধে তাঁরা বিভিন্ন নির্বাচনে লড়াই করেছেন। তাঁরা তাঁর সঙ্গে কোনদিনই ছিলেন না। তবে, মন্ত্রীর দুভাইয়ের বিজেপিতে যোগদান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। দিনে দিনে নিজের শক্তি বৃদ্ধি করে শাসকদলের ঘাড়ে নিশ্বাস ফেলতে শুরু করেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!