এখন পড়ছেন
হোম > জাতীয় > বড়সড় সাফল্য NIA-এর! ISIS জঙ্গিদের বড়সড় চক্র হল ফাঁস! স্বস্তি দিয়ে দুই প্রধান মাথাই পড়ল ধরা

বড়সড় সাফল্য NIA-এর! ISIS জঙ্গিদের বড়সড় চক্র হল ফাঁস! স্বস্তি দিয়ে দুই প্রধান মাথাই পড়ল ধরা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএর তৎপরতায় গতকাল বেঙ্গালুরুতে গ্রেফতার করা হল দুজন যুব ইসলামিক স্টেট বা আইএস এর চরকে। যারা হলো বছর চল্লিশের আহমেদ আবদুল কাদের ও ইরফান নাসির। আহমেদ আবদুল কাদের একটি ব্যাঙ্কের বিজনেস অ্যানালিস্ট ও ইরফান নাসির জনৈক ব্যবসাদার। প্রসঙ্গত, গত আগস্ট মাসে আইএসের চর সন্দেহে বেঙ্গালুরুর এক চক্ষুরোগ বিশেষজ্ঞকে এনআইএ গ্রেপ্তার করেছিল। তার দেয়া তথ্যের ভিত্তিতেই এদের বিষয়ে কথা জানতে পারে এনআইএ।

গোয়েন্দারা জানতে পেরেছেন যে, বেঙ্গালুরুতে ইসলামিক ষ্টেটসের এই দুই বড় চাই বেঙ্গালুরুতে ১৩, ১৪ জনের একটি জঙ্গী সংগঠন গড়ে তুলেছিল। এরা ও তাদের সঙ্গে আরও কিছু কিছু সন্দেহভাজন একত্রে হিজবুত তাহরির (এইচইউটি) নামে একটি আন্তর্জাতিক মৌলবাদী সংগঠনের জাল বিস্তার করেছিল। এরা কোরান সার্কেল নামে একটি গোষ্ঠীও গড়ে তলে। যাদের কাজ ছিল তরুণদের মগজ ধোলাই করে তাদের জেহাদি ট্রেনিং দেওয়া। এমনকি এরা এদের সংগঠনের কমপক্ষে ৫ জন সদস্যকে অর্থ জোগাড় করে সিরিয়ায় পাঠাবার ব্যবস্থাও করেছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত গত ২০১৬ সালে কেরালার কাসারাগড় থেকে ইরাক ও সিরিয়ার জঙ্গি সংগঠনে যোগ দিতে গিয়েছিল ২২ জনের একটি দল। সংখ্যার দিক থেকে এদের পরেই রয়েছে এই দুই ধৃতের দলটি। তবে গোয়েন্দারা জানান, এই দলের দুজন সদস্যের মৃত্যু ঘটেছে ইতিমধ্যেই। গত, ২০১৭ সালে ইরাকে সম্পূর্ণভাবে বিধস্ত হয় আইএস ইরাক সরকারের কাছে। এরপর ২০১৯ এ সিরিয়াতেও আইএসের কাঠামো ভেঙে পড়েছে। গোয়েন্দারা অনুমান করছেন, আইএস এর বেশ কিছু সদস্য সম্প্রতি ইরাক ও সিরিয়া থেকে গোপনে দেশে এসে লুকিয়ে পড়েছে। যাদের খুঁজছেন গোয়েন্দারা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!