এখন পড়ছেন
হোম > অন্যান্য > আবহাওয়া > বড়দিনে কেমন থাকবে শীতের আমেজ? কি বলছে আবহাওয়া দপ্তর

বড়দিনে কেমন থাকবে শীতের আমেজ? কি বলছে আবহাওয়া দপ্তর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট গত সোমবার ছিল এযাবতকালের সবথেকে শীতলতম দিন। মঙ্গলবারেও তাপমাত্রা কমবেশি সোমবারের মতনই ছিল। কিন্তু বুধবারের শুরু থেকেই তাপমাত্রা বেড়ে গেল ২ ডিগ্রী। আর সেখানেই প্রশ্ন উঠল, তাহলে কি বড়দিনে এবার শীতের আমেজ থাকবে না? খুব একটা আশার কথা শোনাতে পারেনি আবহাওয়া দপ্তর। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বুধবার 13.2 । মঙ্গলবারের থেকে 2 ডিগ্রী বেশি। প্রসঙ্গত, বুধবার সকালে সামান্য কুয়াশার দেখা পাওয়া গেছে কলকাতায়।

তবে বেলা বাড়ার সাথে সাথে আকাশ পরিষ্কার। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 91%। তাপমাত্রা একটু বাড়তেই প্রশ্ন শুরু হয়েছে, বড়দিনে কি তাহলে জাঁকিয়ে শীত পড়বে না? হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর পশ্চিম ভারতে রয়েছে পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা। আর তার কারণেই আবহাওয়ার এই পরিবর্তন। উত্তুরে হাওয়া আটকে যাবে, তাপমাত্রাও বাড়তে পারে। তবে আগামী 24 ঘন্টা রাজ্যবাসী ভালই শীত উপভোগ করতে পারবেন। পাশাপাশি বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তার ফলে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা প্রবল। শুক্রবার থেকে সোমবার পর্যন্ত দার্জিলিং এবং কালিম্পং এ বৃষ্টি হতে পারে। সিকিমের উঁচু এলাকাতেও বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা যথেষ্ট। অন্যদিকে আগামী 24 ঘণ্টায় উড়িষ্যা সহ উত্তর-পশ্চিম ভারতের বেশকিছু রাজ্যে রয়েছে শৈত্যপ্রবাহের সর্তকতা। দেশের বেশ কয়েকটি জায়গায় প্রবল বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। উত্তর-পশ্চিম ভারতের তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রী বাড়ার সম্ভাবনা জানানো হয়েছে আবহাওয়া দপ্তর এর পক্ষ থেকে। তবে বড়দিনের শীতের আমেজ থাকবে কিনা তা নিয়ে কোনো আশার কথা শোনাতে পারেনি হাওয়া অফিস। আপাতত আবহাওয়ার গতিবিধির দিকেই নজর রাখা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!