এখন পড়ছেন
হোম > জাতীয় > বড়দিনের সকালে দেশবাসীকে বিশেষ শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রীর, আজ দেশজুড়ে কৃষকদের বিশেষ বার্তা দিতে চলেছেন প্রধানমন্ত্রী

বড়দিনের সকালে দেশবাসীকে বিশেষ শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রীর, আজ দেশজুড়ে কৃষকদের বিশেষ বার্তা দিতে চলেছেন প্রধানমন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ বড়দিনের উৎসবে মেতেছে গোটা দেশ। তবে করোনা সংক্রমনের কারণে এ বছর উৎসবের মেজাজ অনেকটাই ফিকে। এই আবহে আজ ভারতবাসীকে বড়দিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ শুক্রবার সকালে এক বিশেষ টুইটের মাধ্যমে দেশবাসীকে বড়দিনের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী। প্রভু যীশুর মহান চিন্তাধারা, তাঁর জীবন ও দর্শন সকলকে মেনে চলার আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ শুক্রবার সকালে একটি বিশেষ টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যে টুইটে দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী লিখেছেন, ” সকলকে বড়দিনের অনেক শুভেচ্ছা। যীশু খৃস্টের জীবন ও দর্শন সারাবিশ্বের কোটি কোটি মানুষকে শক্তি জোগায়। তা সকলের কাছে অনুপ্রেরণা। দয়া ও সমবেদনার মূর্ত প্রতীক ছিলেন তিনি। ” অন্যদিকে, প্রধানমন্ত্রীর সঙ্গে সঙ্গেই বড়দিনে সকলকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুল গান্ধী আজ একটি টুইট করে লিখেছেন, ” সকলকে বড়দিনের শুভেচ্ছা। এই উৎসব সকলের বাড়িতে আর মনে শান্তি ও সম্প্রীতি বয়ে আনুক। ”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, কেন্দ্রের নয় তিন কৃষি আইনের বিরুদ্ধে দেশজুড়ে কৃষকদের বিক্ষোভ কালে আজ কৃষকদের প্রতি জায়েন্ট স্ক্রিনে এক বিশেষ বার্তা দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশব্যাপী প্রধানমন্ত্রীর ভাষণ প্রচার করা হবে জায়েন্ট স্ক্রিনে, যার দায়িত্বে আছেন বিজেপির কর্মকর্তারা। দেশের মোট ১৯ হাজার স্থানে আজ প্রধানমন্ত্রীর এই ভাষণ দেখানোর ব্যবস্থা করা হচ্ছে। শুধু উত্তরপ্রদেশেই ৬ হাজার স্থানে এই অনুষ্ঠান দেখানোর ব্যবস্থা করছেন বিজেপির কর্মকর্তারা।

বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ১ কোটি কৃষক, ও প্রধানমন্ত্রীর বক্তব্য শুনবেন ৫ কোটি কৃষক দেশজুড়ে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বিজেপির সকল মন্ত্রীকে ও বিজেপির সমস্ত রাজ্য সভাপতিকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন। অসংখ লিফলেট ছাপানো হয়েছে অনুষ্ঠানের জন্য।

অন্যদিকে, আজ কৃষকদের প্রধানমন্ত্রী কিষান সম্মান এর ১৮ হাজার কোটি টাকারও বেশি টাকার কিস্তি দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে যে, কেন্দ্রের এই উদ্যোগের ফলে ৯ কোটি কৃষক উপকৃত হতে চলেছেন। এই প্রকল্পে ৬ হাজার টাকা ৪ মাস পরপর ২ হাজার টাকার কিস্তিতে পেতে চলেছেন কৃষকেরা সরাসরি তাঁদের ব্যাঙ্ক একাউন্টে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!