এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বড়দিনের উৎসবের শুরুতে কি বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী? জেনে নিন

বড়দিনের উৎসবের শুরুতে কি বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী? জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট বড়দিন আসতে এখনও বেশ কয়েক দিন দেরি। কিন্তু তার আগেই হয়ে গেল বড়দিনের উৎসবের সূচনা। কলকাতা পুরভোট মিটে যাওয়ার পরের দিন অর্থাৎ আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করলেন ক্রিসমাস উৎসবের। এই উৎসব থেকেই তিনি সারা দেশকে রাজনৈতিক বার্তা দিলেন বলে মনে করা হচ্ছে। সোমবার বিকেলে অ্যালেন পার্কে বড়দিনের উৎসবের সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই উৎসবের সূচনা মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আগামী বছর থেকে আরো বড় করে বড়দিনের উৎসব পালন করা হবে রাজ্যজুড়ে। পাশাপাশি রাজ্যের বিভিন্ন কমিশনারেটগুলিকে বড়দিনের উৎসবে সাজানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে জাতীয় রাজনীতির দিকে পা বাড়িয়েছে তৃণমূল। বড়দিনের উদ্বোধনী অনুষ্ঠানেও মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতে রাজনৈতিক বার্তা। শুধু বঙ্গবাসী নয়, সারা দেশকে এবং বিশ্ববাসীকেও বড়দিন এবং নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়  বড়দিনের উৎসবের সূচনা মুহূর্তে অভিযোগ করেছেন, দেশজুড়ে রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ছে।একইসাথে তিনি সারা দেশজুড়ে রাজনৈতিক দূষণের কথা বলেছেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন, সারা দেশজুড়ে সম্প্রীতি, একতা বজায় রাখতে হবে। ধর্ম পালন করতে হবে। দেশকে মজবুত রাখতে গেলে সারা দেশের মধ্যে ঐক্য বজায় রাখতে হবে। একসাথে একই সাথে পুরভোটের পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায় ভূয়সী প্রশংসা করলেন নগরপাল সৌমেন মিত্রের।

পুরভোটের পরেরদিন মুখ্যমন্ত্রীর গলায় নগরপালের প্রশংসা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল।তবে পুরভোট নিয়ে মুখ্যমন্ত্রী কিংবা তৃণমূল শিবিরের অন্যান্যরা ক্লিনচিট দিলেও একাধিক অভিযোগ রয়েছে বিরোধীদের। তবে এই মুহূর্তে উৎসবের আঙ্গিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অন্যরকম ভাবে রাজনৈতিক বার্তা পেশ করলেন যা যথেষ্ট উল্লেখযোগ্য বলেই মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!