এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বরফ গলতে গিয়েও গলছে না, চেষ্টা চালিয়ে যাচ্ছেন তৃণমূল নেতারা, খেলাচ্ছেন কি শুভেন্দু?

বরফ গলতে গিয়েও গলছে না, চেষ্টা চালিয়ে যাচ্ছেন তৃণমূল নেতারা, খেলাচ্ছেন কি শুভেন্দু?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে ক্রমশই বাড়ছে জল্পনা। এক সময়কার দলের এই দাপুটে নেতা দলের প্রতি বিমুখ হয়ে পড়েছেন। রামনগরে ২৯ সে নভেম্বরের সভা থেকে তিনি সব কিছু জানাবেন, বলে বলেছিলেন। এই সভায় তাঁর বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছিলেন বহু মানুষ। কিন্তু, শেষপর্যন্ত তাঁকে অন্যরকম কথা বলতেই দেখা গেল। রামনগরের এই সভা থেকে শুভেন্দু অধিকারী জানান যে, মুখ্যমন্ত্রী তাঁকে দল থেকে তাড়িয়ে দেন নি। তিনিও দল ছেড়ে চলে যান নি। অনেকেই মনে করেছিলেন যে, তাঁর এই বক্তব্যের পর দলের প্রতি তাঁর অভিমানের বরফ গলতে শুরু করেছে।

তার এই বক্তব্যের পর তৃণমূল সাংসদ সৌগত রায় জানিয়েছিলেন যে, শুভেন্দু অধিকারী যে কথা বলেছেন, তা শুনে তিনি অত্যন্ত খুশি। এ ছাড়াও তিনি জানালেন যে, শুভেন্দু অধিকারীর সঙ্গে যখন তাঁর কথা হয়েছিল, তখন তিনি দল ছাড়ার ব্যাপারে কোন কিছুই জানাননি। তাঁর কথায়, শুভেন্দু অধিকারী দলে আছেন, তিনি দলে থাকলে তাঁরা সবাই খুশি হবেন।

এদিকে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের তেখালিতে শুভেন্দু অধিকারীর সভার পর তাঁর বিরুদ্ধে একেবারে তুই-তোকারি ভাষায় মন্তব্য করেছিলেন। কিন্তু শুভেন্দু অধিকারীর ১৯ সে নভেম্বরে বক্তব্যের পর তাঁকে বলতে শোনা গেল, ” আমি খুব খুশি। ওঁর প্রতিটা কথাকে স্বাগত জানাচ্ছি। শিশির অধিকারী পিতৃস্থানীয়। শ্রদ্ধা করি। তাঁর পরিবারের প্রত্যেকের প্রতি ভালবাসা আছে। শুভেন্দুর প্রতিও আমার কেন সবার ভালোবাসা রয়েছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, ২০১১ সালের রাজনৈতিক পালাবদলে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন শুভেন্দু অধিকারী। বাম শাসনের অবসান ঘটাতে তাঁর অবদান ছিল বিরাট। তিনি জনপ্রিয়তায় শাসক দল তৃণমূলে মুখ্যমন্ত্রীর পরেই আছেন। তবে, দলের সঙ্গে তাঁর সম্পর্ক তলানিতে ঠেকেছে। তাই তিনি দলে থাকবেন? না দল ছেড়ে দেবেন? তা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। আবার, এর মধ্যেই শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ” আমি রাজনৈতিক দলের প্রাথমিক সদস্য একটি রাজনৈতিক দলের নির্বাচিত প্রতিনিধি। আমি মনোনীত হয়ে আসি নি।” তাঁর এই মন্তব্য দলের প্রতি তাঁর ক্ষোভের বহিঃপ্রকাশ বলে অনেকের ধারণা।

শুভেন্দু অধিকারীর সঙ্গে শাসকদল তৃণমূলের এই সংঘাতকে নিয়ে কটাক্ষ, মন্তব্য করেছে একাধিক বিরোধী দল। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে, শুভেন্দু অধিকারী দল ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানিয়েছেন যে, জল মাপছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে বাম নেতারা জানালেন, মুখ্যমন্ত্রী তাঁর দলের পুরোনো কর্মীদের দলে কোনঠাসা করে দিয়েছেন।

এদিকে শুভেন্দু অধিকারীর সঙ্গে আগামী সপ্তাহে বৈঠকে বসতে চলেছে শাসকদল তৃণমূল। যে বৈঠকে থাকবেন সাংসদ সৌগত রায়। সুদীপ বন্দ্যোপাধ্যায়ও এই বৈঠকে উপস্থিত হতে পারেন বলে জানা যাচ্ছে। তবে, বৈঠকের চূড়ান্ত দিন এখনো ঘোষণা করা হয়নি। অনেকে মনে করছেন যে, দলকে খেলাচ্ছেন শুভেন্দু অধিকারী। হয়তো জল মাপছেন তিনি। তাঁকে দলে স্বমহিমায় আনতে চেষ্টা চালাচ্ছেন দলের নেতারা। আগামী দিনে কি করতে চলেছেন শুভেন্দু অধিকারী? সে বিষয়ে ক্রমশ বাড়ছে কৌতূহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!