এখন পড়ছেন
হোম > জাতীয় > বড়সড় অস্বস্তিতে নরেন্দ্র মোদী, বিধিভঙ্গের অভিযোগে কমিশনে তৃণমূল!

বড়সড় অস্বস্তিতে নরেন্দ্র মোদী, বিধিভঙ্গের অভিযোগে কমিশনে তৃণমূল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের মরসুমে তৃণমূল এবং বিজেপিকে অপরের বিরুদ্ধে আদর্শ আচরণ বিধি লংঘনের অভিযোগ তুলতে শুরু করেছেন। বিভিন্ন বিষয় নিয়ে একদল অপর দলের বিরুদ্ধে এই অভিযোগ তুলে কমিশনের দায়িত্ব হচ্ছে। আর এই পরিস্থিতিতে এবার স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস।

জানা গেছে, তৃণমূলের পক্ষ থেকে ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে একটি চিঠি দেওয়া হয়েছে। যেখানে জানানো হয়েছে, বাংলাদেশের জাতীয় দিবস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় সরকারি সফর ছাড়াও 27 মার্চ একটি কালী মন্দিরে পূজা দেন প্রধানমন্ত্রী। কিন্তু তিনি এই সফরে বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরকে নিয়েছিলেন।

স্বাভাবিক ভাবেই এই ঘটনায় প্রশ্ন তুলতে শুরু করেছে ঘাসফুল শিবির। পাশাপাশি তৃণমূল এবং অন্য কোনো রাজনৈতিক দলের কেউ সেখানে আমন্ত্রণ পাননি কেন? সেই প্রশ্নও তুলেছে তৃণমূল কংগ্রেস। আর এর পরিপ্রেক্ষিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলেছে ঘাসফুল শিবির। স্বাভাবিক ভাবেই নির্বাচনের মধ্যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তৃণমূলের পক্ষ থেকে বিধিভঙ্গের অভিযোগ তোলায় রীতিমত চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বঙ্গ রাজনীতিতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, করোনা পরবর্তী পরিস্থিতিতে প্রায় 15 মাস পর গত সপ্তাহে বিদেশ সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। যেখানে বাংলাদেশে গিয়ে বাংলাদেশের মুক্তির 50 তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তার। কিন্তু সেই সফর নিয়েই এখন শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ইতিমধ্যেই এই বিষয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

যেখানে তিনি বলেন, “বাংলাদেশে গিয়েছেন প্রধানমন্ত্রী। অথচ বাংলায় ভোট চলছে। কিন্তু উনি বাংলাদেশে গিয়ে বাংলার ভোটের বিষয়ে কথা বলছেন।” পাশাপাশি গত লোকসভা নির্বাচনের সময়ে বাংলাদেশের এক অভিনেতা তৃণমূলের মিছিলে যোগ দেওয়ার সময় বাংলাদেশ সরকারকে তার ভিসা বাতিল করতে বলেছিল বিজেপি। তাই এই পরিস্থিতিতে এবার প্রধানমন্ত্রী বাংলাদেশ গিয়ে নির্বাচনী বিধিভঙ্গ করেছেন, এই অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ হয়ে বিজেপি এবং নরেন্দ্র মোদীকে চাপে রাখার চেষ্টা করল তৃণমূল কংগ্রেস বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

পর্যবেক্ষকদের মতে, এই গোটা ঘটনায় ভারতীয় জনতা পার্টি এবার কিছুটা হলেও ব্যাকফুটে চলে গেল। এতদিন নানা বিষয়ে তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তুলে সরব হতে দেখা যেত ভারতীয় জনতা পার্টিকে। কিন্তু এবার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের ব্যাপারে প্রশ্ন তুলে কমিশনের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস। স্বাভাবিক ভাবেই এই পরিস্থিতিতে এখন কমিশনের পক্ষ থেকে ঘাসফুল শিবিরের এই অভিযোগ শোনার পর কি পদক্ষেপ গ্রহণ করা হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!