এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বড়সড় বিপাকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, ২০২১ এর আগে বাড়ছে চাপ!

বড়সড় বিপাকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, ২০২১ এর আগে বাড়ছে চাপ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় নেতা অমিত শাহের রাজ্য সফর ঘিরে বাংলার রাজনৈতিক মহলে ছিল চরম উত্তেজনা। পাশাপাশি গেরুয়া শিবিরের আত্মবিশ্বাস বাড়ানোর জন্যই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যে রাজ্যে আসা, সে ব্যাপারে কোন সন্দেহ ছিলনা। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ফেরত যেতেই বিজেপির রাজ্য সভাপতির জন্য চরম দুঃসংবাদ। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবার রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হলো। আর এই নিয়ে এই মুহূর্তে তীব্র জল্পনা বাংলার রাজনৈতিক মহলে।

রবিবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ক্রমাগত ভুয়ো খবর এবং ভুল তথ্য ছড়াচ্ছেন রাজ্যজুড়ে। কয়েকটি সংবাদ মাধ্যমও সেই খবর কোনরকম যাচাই না করেই প্রকাশ করছে। যা জনমানসে তৃণমূলের প্রতি বিরূপ মনোভাব ফেলছে। আর এই নিয়ে তৃণমূল কংগ্রেস এবার তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। ইতিমধ্যেই তৃণমূল মহিলা কংগ্রেস সভানেত্রী ও রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য নিউ ব্যারাকপুর থানায় রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন বলে জানা গেছে।

চন্দ্রিমা ভট্টাচার্যের মতে, ‘‌আলু-পেঁয়াজ নিয়ে কাটমানি খাওয়ার অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি।’‌ অন্যদিকে তৃণমূলের রাজ্যসভার সদস্য শুখেন্দুশেখর রায় জানিয়েছেন, আলু পেঁয়াজের দাম বেড়ে চলা নিয়ে ক্রমাগত মিথ্যা খবর ছড়িয়ে যাচ্ছেন রাজ্য বিজেপি সভাপতি। এদিকে অত্যাবশ্যকীয় পণ্য আইন কেন্দ্রের হাতে। তা সত্ত্বেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ব্রাঞ্চ বাজার অভিযানে নেমেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে বিজেপির সঙ্গে সম্পর্ক না রাখার জন্য ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের কাছে আবেদন রেখেছিল। আর সূত্রের খবর, ইতিমধ্যেই 7 লক্ষ 45 হাজার 650 জন তৃণমূল কংগ্রেসের আবেদনে সাড়া দিয়ে নাম নথিভুক্ত করেছেন। এ প্রসঙ্গে দলের মহাসচিব পার্থ চ্যাটার্জি জানিয়েছেন, রাজ্যের বিশিষ্ট এবং অন্যান্য দলের নেতারা তৃণমূল কংগ্রেসে আসার জন্য অপেক্ষা করছেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবুজ সংকেত পেলেই তাঁদের দলে স্বাগত জানানো হবে।

এদিন তৃণমূলের নেতা-নেত্রীরা স্পষ্ট করে দিয়েছেন যে তাঁরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য সফর সম্পর্কে কোনরকম গুরুত্ব দিতেই রাজি নয়। একুশের বিধানসভা নির্বাচনের দিকেই এখন একমাত্র নজর রাজ্যের শাসকদলের। ইতিমধ্যেই সেই উদ্দেশ্য সফল করতে জেলায় জেলায় নির্দেশ পৌঁছে গিয়েছে। প্রতিটি ব্লকে স্বাস্থ্যবিধি মেনে সভা করার কথা বলা হয়েছে। নির্বাচনী কাজকর্ম শুরু হবে কালীপুজোর পর থেকেই। আর তাতে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ এসেছে দলের উচ্চমহল থেকে।

বিশেষজ্ঞদের মতে, সব মিলিয়ে তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব যে ক্রমশ মুখ্য হয়ে উঠছে একুশের বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে, তা স্পষ্ট। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে যেভাবে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে মানহানির মামলায় জড়িয়ে ফেলা হলো, তাতে কিন্তু রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ নিজে এবং পরোক্ষে বাংলায় বিজেপি শিবির যথেষ্ট অস্বস্তিতে। রাজনৈতিক মহলের একাংশের মতে, এককথায় শাসকদল একুশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির ওপর চাপ বাড়াতে এই পদক্ষেপ গ্রহণ করেছে। অতএব একুশের বিধানসভার নির্বাচনী লড়াই যে এখন মুখ্য  হতে চলেছে সবার কাছে সে কথা পরিষ্কার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!