এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বড়সড় বিপাকে টিএমসিপি, অস্বস্তিতে পড়ে সাফাই তৃনাঙ্কুরের !

বড়সড় বিপাকে টিএমসিপি, অস্বস্তিতে পড়ে সাফাই তৃনাঙ্কুরের !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আলিয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে বর্তমানে গোটা রাজ্য জুড়ে শোরগোল তৈরি হয়েছে। বিরোধীদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, যে অভিযুক্ত ছাত্রনেতা এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত, সে তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত। যদিও বা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে সেই ঘটনাকে সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, অভিযুক্ত কোনোভাবেই তাদের সংগঠনের সঙ্গে যুক্ত নয়। আর এই পরিস্থিতিতে গোটা ঘটনায় বিবৃতি দিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃনাঙ্কুর ভট্টাচার্য্য। যেখানে অনেকদিন আগেই অভিযুক্ত ছাত্র নেতাকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়ে দিলেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন আলিয়া বিশ্ববিদ্যালয় নিয়ে শোরগোল তৈরি হতেই তৃণমূল ছাত্র পরিষদের দিকে অভিযোগ উঠতে শুরু করে। আর তারপরেই ময়দানে নামেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। যেখানে একটি বিবৃতি দিতে দেখা যায় তাকে। এদিন তিনি বলেন, “গিয়াসউদ্দিন মন্ডলকে আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করার পরেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার সঙ্গে তারপর থেকে তৃণমূল ছাত্র পরিষদের কোনোরকম যোগাযোগ নেই। বর্তমানে তাকে তৃণমূল ছাত্র পরিষদের নামের সঙ্গে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। তার নিন্দা জানাই। আলিয়া বিশ্ববিদ্যালয়ের নিয়ে যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, আমরা তৎক্ষণাৎ সেই ঘটনার প্রতিবাদ জানাই।”

বিশেষজ্ঞরা বলছেন, তড়িঘড়ি ময়দানে নেমে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি। এই ঘটনায় এমনিতেই শাসকদল অস্বস্তিতে পড়েছে। আর তার মধ্যে তার এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!