এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > বড়সড় ধাক্কা গেরুয়া শিবিরে! এবার জালিয়াতি কাণ্ডে গ্রেপ্তার হেভিওয়েট বিজেপি সাংসদের আত্মীয়

বড়সড় ধাক্কা গেরুয়া শিবিরে! এবার জালিয়াতি কাণ্ডে গ্রেপ্তার হেভিওয়েট বিজেপি সাংসদের আত্মীয়


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – অবশেষে গ্রেপ্তার হলেন বিজেপি সাংসদ অর্জুন সিং এর ভাইপো সঞ্জিত ওরফে পাপ্পু সিং। কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, বিজেপি সাংসদ অর্জুন সিং শাসকদলে থাকাকালীন ব্যাপক আকারে আর্থিক দুর্নীতি হয়েছিল ভাটপাড়া নৈহাটি সমবায় ব্যাংকে। সেসময় অর্জুন সিং ওই ব্যাংকের চেয়ারম্যান ছিলেন বলে জানা গেছে। ঋণদানের নাম করে বিশাল অংকের টাকা গায়েব হয়ে যায়, যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। এর আগেও পুলিশ বারংবার অর্জুন সিং এর বাড়িতে সঞ্জিত সিংকে গ্রেপ্তারের জন্য গেলেও সফল হয়নি।

কিন্তু এবার আর হাতছাড়া হয়নি সঞ্জিত। ইতিমধ্যেই ব্যাংক জালিয়াতির ঘটনায় মোট পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে বলে জানা গেছে। এ প্রসঙ্গে ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানিয়েছেন, ব্যাংক তছরুপের ঘটনায় অন্তত চারবার 41a ধারায় কমিশনের তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছিল সঞ্জিত সিংকে। কিন্তু ধৃত নেতা কোন বারেই কমিশনারেটে আসেননি। অবশেষে পর্যাপ্ত প্রমাণ সমেত অর্জুন সিং এর ভাইপো সঞ্জিত সিংকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, তাঁর ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 11 কোটি 60 লক্ষ টাকা ঢুকেছিল। অন্যদিকে এই ঘটনায় ভাটপাড়ার ওই ব্যাংকের এক শীর্ষকর্তা ছাড়াও পাপ্পু সিং এর আপ্ত সহায়কও গ্রেপ্তার হয়েছেন। বর্তমানে তাঁরা পুলিশ হেফাজতে বলে খবর। এই ঘটনায় আরও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন ব্যারাকপুর পুলিশ কমিশনার। অন্যদিকে মনীশ শুক্লা হত্যাকাণ্ডে সিবিআই তদন্তের দাবি জানিয়ে শুক্রবার সন্ধ্যায় ব্যারাকপুর স্টেশন থেকে টিটাগর থানা পর্যন্ত একটি মোমবাতি মিছিল করে বিজেপি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেই মিছিলের শেষে অর্জুন সিং শাসকদলের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন। তাঁর মতে, তৃণমূল প্রশাসন চক্রান্ত করে তাঁকে এবং তাঁর লোকজনকে ফাঁসাচ্ছে। কোন ব্যাংক জালিয়াতির ঘটনা ঘটেনি বলে অর্জুন সিং এদিন দাবি করেছেন। অন্যদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভাটপাড়া নৈহাটি সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদে যখন ছিলেন অর্জুন সিং সেসময়েই এই বিপুল অঙ্কের টাকা ঋণের মাধ্যমে তছরূপ হয়। এ প্রসঙ্গে ব্যারাকপুর পুলিশ কমিশনার জানিয়েছেন, পুরসভার কাজের জন্য ঋণের কথা বলা হলেও তদন্ত দেখা যাচ্ছে প্রায় সাড়ে 11 কোটি টাকা সঞ্জিত সিং এর অ্যাকাউন্টে ঢুকেছে।

ব্যাংকের কোনো পদে না থাকলেও কিভাবে এই টাকা সঞ্জিত সিং এর অ্যাকাউন্টে ঢোকে তা নিয়ে উঠেছে প্রশ্ন। বিশেষজ্ঞদের মতে, জালিয়াতির এই ঘটনায় বিজেপি নেতার জড়িত থাকার কারণে খুব স্বাভাবিকভাবেই গেরুয়া শিবির চূড়ান্ত অস্বস্তির মুখোমুখি। অন্যদিকে বর্তমানে ব্যারাকপুর শিল্পাঞ্চল এমনিতেই উত্তেজনাপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত। সুতরাং বিজেপি নেতা সঞ্জিত সিং এর গ্রেপ্তারিতে গন্ডগোল যে আরও বাড়বে, সে ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক মহল। পরিস্থিতি সামলানোর জন্য পুলিশের পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে। পুরো ঘটনার ওপর নজর রাখছে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!