এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বড়সড় ধাক্কা খেলো পুলিশ, আদালতের নির্দেশে ফের হতে চলেছে ময়নাতদন্ত সঙ্গে ভিডিওগ্রাফি

বড়সড় ধাক্কা খেলো পুলিশ, আদালতের নির্দেশে ফের হতে চলেছে ময়নাতদন্ত সঙ্গে ভিডিওগ্রাফি


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রথমে নবান্ন অভিযান এবং তারপর শিলিগুড়ির উত্তরকন্যা অভিযান- এভাবেই গেরুয়া শিবির রাজ্য সরকারের উপর চাপ বাড়াতে পদক্ষেপ নিয়েছে বলে মনে করা হচ্ছে। কিন্তু নবান্ন অভিযানে যেরকম গেরুয়া শিবিরের দিকে আঙ্গুল উঠেছিল মিছিলে অস্ত্র ব্যবহার করার, ঠিক সেভাবেই শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযান থেকে এবার বিজেপি পাল্টা অভিযোগ তুলল, পুলিশের গুলিতে তাঁদের কর্মী উলেন রায়ের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, পুলিশ প্রথম থেকেই দাবি করে আসছে তাদের ছোঁড়া গুলি থেকে কোনভাবেই মারা যায়নি কোনো রাজনৈতিক কর্মী। কিন্তু পুলিশের এই দাবি মান্যতা পেলোনা জলপাইগুড়ি আদালতে। আদালত এবার স্পষ্ট নির্দেশ দিয়েছে, ম্রিত বিজেপি কর্মী উলেন রায়ের নতুন করে ময়নাতদন্তের। তার সাথে থাকবে ভিডিওগ্রাফি। অন্যদিকে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় এদিন দাবি করেছেন উলেন রায়ের মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে। তিনি এ ব্যাপারে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন।

শুধু মুকুল রায়ই নন, বিজেপি শিবিরের প্রায় প্রত্যেকেই এই মুহূর্তে দাবি করেছে সিবিআই তদন্তের। অন্যদিকে রাজ্য পুলিশের দাবি, তাদের ছোঁড়া গুলিতে কারুর মৃত্যু হয়নি। কারণ উলেন রায়ের ময়না তদন্তের রিপোর্ট সেকথাই বলছে। প্রসঙ্গত, মৃত ষাটোর্দ্ধ বিজেপি কর্মী উলেন রায়ের মৃতদেহের ময়নাতদন্তের রিপোর্টে কিন্তু উঠে এসেছে অন্য তথ্য। বলা হচ্ছে শটগানের গুলিতে মৃত্যু হয়েছে তাঁর। কিন্তু শটগান রাজ্য পুলিশ কোনো ভাবেই ব্যবহার করেনা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। প্রসঙ্গত উলেন রায়ের মৃতদেহের ময়নাতদন্ত করা হয় রাতের অন্ধকারে। যার বিরোধিতা প্রথম থেকেই করে আসছেন বিজেপি নেতারা। এই নিয়ে গেরুয়া শিবির জলপাইগুড়ি আদালতের দ্বারস্থ হয়। আদালত থেকে গেরুয়া শিবিরের আবেদনের ভিত্তিতে নির্দেশ দেওয়া হয় পুলিশকে নতুন করে ময়নাতদন্তের। পাশাপাশি আদালতের নির্দেশ- তিন জন চিকিৎসকের উপস্থিতিতেই ময়না তদন্ত করতে হবে এবং তার সাথে ভিডিওগ্রাফি থাকতে হবে। ময়নাতদন্ত সেরে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে আগামী 10 তারিখের মধ্যে।

আপাতত একথা স্পষ্ট- গেরুয়া শিবিরের আবেদনের ভিত্তিতে আদালতে বড়সড় ধাক্কা খেলো রাজ্য পুলিশ। উত্তরকন্যা অভিযানে কিভাবে মৃত্যু হয়েছে তা কিন্তু ময়না তদন্তের ভিত্তিতে পুলিশ যা দাবি করছে তা মোটেই বিশ্বাসযোগ্য নয় বলে মনে করছেন গেরুয়া শিবির। এই পরিস্থিতিতে নজর থাকবে দ্বিতীয় রাউন্ডের ময়নাতদন্তের ওপর। কারণ পুলিশের দাবি সত্যি না গেরুয়া শিবিরের নেতাদের দাবি সত্যি সেকথাই প্রমাণ হবে একমাত্র যথাযোগ্য ময়নাতদন্তের ফলে।

আপনার মতামত জানান -

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!