এখন পড়ছেন
হোম > অন্যান্য > বড়সড় ধামাকা, গ্রাহকদের জন্য নয়া প্ল্যান নিয়ে এল রিলায়েন্স জিও, জেনে নিন

বড়সড় ধামাকা, গ্রাহকদের জন্য নয়া প্ল্যান নিয়ে এল রিলায়েন্স জিও, জেনে নিন


করোনা সংক্রমণ আটকাতে এই মুহূর্তে দেশজুড়ে চলছে লকডাউন পরিস্থিতি। ফলে সাধারণ মানুষ হয়ে রয়েছেন গৃহবন্দি। সমস্ত দোকান বাজার বন্ধ, অফিস কাছারি, ব্যবসা-বাণিজ্য সব বন্ধ। তবে বেশ কিছু অফিসের নির্দেশ অনুসারে বাড়িতে থেকেই করতে হচ্ছে work-from-home। ফলে ইন্টারনেটের ওপর নির্ভর করতে হচ্ছে বেশিরভাগ মানুষকে। অন্যদিকে জিও বরাবরই গ্রাহক সুবিধার্থে কোনো না কোনো পদক্ষেপ নিয়েই থাকে। এবারেও তাঁরা নতুন 999 টাকার তিন মাসের ডেটা প্ল্যান নিয়ে আসলো বাজারে।

জানা গেছে, যারা এই মুহূর্তে work-from-home করছেন, তাঁদের জন্য এই প্ল্যান খুবই কার্যকরী। 999 টাকার প্ল্যানে পাওয়া যাবে 3 জিবি ডেটা প্রতিদিন। এর সাথে ফোন করার জন্য বিভিন্ন সুবিধাও আছে এই প্ল্যানে। অন্যদিকে কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, যদি 3 জিবি ডাটা দিনের দিন শেষ হয়ে যায়, তারপরেও ইন্টারনেট ব্যবহার করা যাবে। সে ক্ষেত্রে স্পিড হয়ে যাবে 64kbps। জিওর নতুন প্ল্যান জিও থেকে জিও এবং ল্যান্ড লাইনে সম্পূর্ণ ফ্রি ফোন করা যাবে এবং আনলিমিটেড কথা বলা যাবে বলে জানা গেছে।

যদি জিও ছাড়া কেউ অন্য নম্বরে ফোন করেন, তাহলে 3000 এফইউপি মিনিট পাওয়া যাবে। এর সঙ্গেই প্রতিদিন পাওয়া যাবে 100 এসএমএস। তার সঙ্গে জিও অ্যাপস এর ফ্রি সাবস্ক্রিপশন। অন্যদিকে যথারীতি প্রতিযোগিতার বাজারে ভোডাফোন নিয়ে এসেছে নতুন প্রিপেইড রিচার্জ প্ল্যান। যদিও জিওর তুলনায় তা বেশ দামী বলে মনে করছেন নেটওয়ার্ক বিশেষজ্ঞরা। ভোডাফোনও প্রায় একই অফার দিচ্ছে 699 টাকায়। ভোডাফোন এর পক্ষ থেকে এই প্ল্যানের নাম দেওয়া হয়েছে ডাবল ডেটা অফার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই প্ল্যানের অন্দরে থাকা গ্রাহকরা প্রতিদিন 4 জিবি করে ডাটা পাবেন বলে জানা গেছে। যার ভ্যালিডিটি হবে 84 দিন। জানা গেছে, ভোডাফোনের এই প্ল্যান এর মাধ্যমে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ফোন করা যাবে এবং প্রতিদিন 100 এসএমএস পাওয়া যাবে। এর সঙ্গেই ভোডাফোন দিচ্ছে বিনামূল্যে জি5 এর সাবস্ক্রিপশন। অন্যদিকে এয়ারটেলও নিয়ে এসেছে আকর্ষণীয় অফার। তাঁরাও মাত্র 698 টাকায় আনলিমিটেড কলিং এবং 100 এসএমএস এর সুবিধা দিচ্ছে বলে জানা গেছে। অন্যদিকে পোষ্টপেইড কানেকশনে এয়ারটেল 999 টাকায় আনলিমিটেড কলিং এর সুবিধা নিয়ে এসেছে বলে খবর। তবে তার ভ্যালিডিটি একমাস।

তার সঙ্গে এয়ারটেল দিচ্ছে অ্যামাজন প্রাইম এবং জি5 এর বিনামূল্যে সাবস্ক্রিপশন। প্রতিটি টেলিকম নেটওয়ার্কগুলি লকডাউন এর ফলে যে বিশেষ সুবিধা দিচ্ছে গ্রাহকদের, তার ফলে সাধারণ গ্রাহকরা যথেষ্ট সুবিধাপ্রাপ্ত হবেন বলে মনে করছেন টেলিকম বিশেষজ্ঞরা। একের পর এক সুবিধাজনক প্রিপেড প্ল্যান এর ফলে গ্রাহকদের অসুবিধা কিছুটা হলেও কমবে বলা যায়। বাড়ি থেকে কাজ করার জন্য এবং লকডাউনের বাজারে নিকট আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করার জন্য প্রতিটি মোবাইল কোম্পানি যে সুবিধা দিচ্ছে, তা এই মুহূর্তে যথেষ্ট প্রশংসার যোগ্য বলে মনে করছেন নেটওয়ার্ক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!