বড়সড় পরিবর্তন আসতে চলেছে নির্বাচন কমিশনে? নির্বাচন কমিশনার হতে চলেছেন রাজীব কুমার? জেনে নিন জাতীয় August 22, 2020 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচন কমিশনের নির্ধারিত সময় শেষ হবার আগেই নিজের পদ থেকে সরে যেতে ইস্তফা দিয়েছিলেন অশোক লাভাসা। কারণ ৩১শে আগস্ট থেকে তিনি এসিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্কের ভাইস প্রসিডেন্ট হিসাবে যোগ দেবেন। দিবাকর গুপ্তার জায়গায় তিনি বসতে চলেছেন। আবার ওই একইদিনে অশোক লাভাসার জায়গায় আইএএস অফিসার রাজীব কুমার নির্বাচন কমিশনের দায়িত্ব নেবেন বলে জানা গেছে। জননীতি প্রশাসনের ক্ষেত্রে তাঁর ৩০ বছরের অভিজ্ঞতা রয়েছে। নরেন্দ্র মোদি সরকারের আর্থিক অন্তর্ভুক্তি প্রকল্পগুলি এগিয়ে নিয়ে যেতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। গত বছরের জুলাই মাসে তিনি অর্থ সচিব হিসেবে নিযুক্ত হন। শুধু তাই নয় দেশের ব্যাংকিং সংস্কার খাতেও তাঁর অনেক অবদান রয়েছে। জনধন যোজনা এবং মুদ্রা যোজনার মত প্রধানমন্ত্রীর বড় পরিকল্পনা গুলিকে এগিয়ে নিয়ে যেতে তিনি যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর সময়েই ব্যাঙ্ক গুলিতে ২.১ লক্ষ কোটি টাকার পুনর্নির্মাণ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - ব্যাংক ও বীমা সংস্থাগুলির অবস্থার উন্নতির জন্য তাঁকে পাবলিক এন্টারপ্রাইজ সিলেকশন বোর্ডের চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়। ব্যাঙ্ক অফ বরোদা, বিজয়া ব্যাংক এবং দেনা ব্যাংক একীকরণ শুরু হয় তার হাত ধরে। এছাড়াও দশটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে যুক্ত করে চারটিতে নিয়ে আসার ক্ষেত্রেও তাঁর ভূমিকা লক্ষ্য করা যায়। এতদিন কেন্দ্রীয় ডেপুটেশনে থাকার কারণে তাকে মুখ্যসচিব করার বিষয়ে চুক্তি করা সম্ভব হয়নি। তবে অশোক লাভাসার ইস্তফা দেওয়ার পর শুক্রবার আইন মন্ত্রকের এক বিজ্ঞপ্তিতে জানা গেছে অর্থমন্ত্রকের প্রাক্তন সচিব রাজীব কুমার এবার নির্বাচন কমিশনের দায়িত্ব নিতে চলেছেন। ২০২১ সালে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার অবসরের পর সেই জায়গায় অশোক লাভাসার নিযুক্ত হওয়ার সম্ভাবনা থাকলেও, রাজীব কুমারের মেয়াদ ২০২৫ সাল পর্যন্ত রয়েছে। সুতরাং ২০২৪ সালের লোকসভা নির্বাচন পরিচালনার দায়িত্বেও তিনি থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। আপনার মতামত জানান -