এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > বড়সড় সাফল্যের মুখ দেখল এই ভ্যাকসিন, আশার আলো দেখছে বিশ্ববাসী !

বড়সড় সাফল্যের মুখ দেখল এই ভ্যাকসিন, আশার আলো দেখছে বিশ্ববাসী !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বর্তমানে করোনার প্রতিষেধক এর আশায় দিন গুনছেন বিশ্ববাসী। সারাবিশ্ব এমনিতেই করোনার তাণ্ডবে রীতিমতো দিশাহারা। এই অবস্থাকে সামাল দিতে এখন প্রথম প্রয়োজন করোনার প্রতিষেধকের। সেদিকে নজর দিয়ে ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ করোনার প্রতিষেধক আবিষ্কারের চেষ্টায় রত এবং সেই চেষ্টায় বেশ কয়েক ধাপ এগিয়ে এবার সাফল্যের সিঁড়ি ধরতে চলেছে ফাইজার সংস্থা। এই সংস্থা দীর্ঘদিন ধরেই করোনার প্রতিষেধক আবিষ্কারের চেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যেই তাঁরা তিন দফা ট্রায়াল চালাচ্ছে বলে জানা যাচ্ছে।

আর এবার ফাইজার সংস্থার পক্ষ থেকে বিশ্ববাসীর জন্য সুসংবাদ। ফাইজার সংস্থা জানিয়েছে, করোনাকে আটকাতে তাঁদের তৈরি ভ্যাকসিনের 90% পুরোপুরি কার্যকরী। আর ফাইজার সংস্থার এই দাবিতে আশার আলো দেখা যাচ্ছে। প্রসঙ্গত করোনা ভাইরাসের দাপট এখনো বিশ্বজুড়ে লাগাতার চলছে। সংক্রমণের প্রভাবে প্রতিদিনই মৃতের সংখ্যা বেড়ে চলেছে। এই অবস্থায় প্রতিষেধক নিয়ে যে সাফল্যের কথা জানিয়েছে ফাইজার সংস্থা তা যথেষ্ট উল্লেখযোগ্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

দীর্ঘদিন ধরেই ফাইজার ও জার্মানির বায়োএনটেক যৌথভাবে করোনার প্রতিষেধক তৈরি করতে শুরু করেছে। ভ্যাকসিন তৈরিতে ক্লিনিক্যাল ট্রায়ালে এই প্রথম কোন সংস্থা এত বড় সাফল্যের মুখ দেখল বলে মনে করা হচ্ছে। সংস্থার তরফে ইতিমধ্যে জানানো হয়েছে, তাঁদের তৈরি ভ্যাকসিন 90% কার্যকরী। এই ভ্যাকসিনের প্রয়োগের অনুমোদন আমেরিকার তরফ থেকে পাওয়া গেলেই প্রাথমিক পর্যায়ে কিছু সংখ্যক ডোজের মধ্যেই এই ভ্যাকসিনকে সীমাবদ্ধ রাখা হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে ফাইজারের চেয়ারম্যান ও চিফ এক্সিকিউটিভ অ্যালবার্ট বুর্লা সম্প্রতি জানিয়েছেন, ”বিজ্ঞান ও মানবতার জন্য় আজ মহান দিন। এমন সময় ভ্য়াকসিন তৈরির কর্মসূচিতে আমরা সবচেয়ে কঠিন মাইলস্টোনে পৌঁছোচ্ছি, যখন বিশ্বের এটা খুব দরকার…”। অন্যদিকে ফাইজারের অন্যতম শীর্ষ বিজ্ঞানী বিল গ্রুবারের কথায় ”এটা জনস্বাস্থ্য়ের জন্য়ও বড় দিন”। প্রবল চিন্তার মধ্যেই ভ্যাকসিনের কথা উঠতেই কিন্তু এবার আশার আলো দেখছে বিশ্ববাসী।

একই সাথে পৃথিবীর বিভিন্ন দেশে এখনো পরীক্ষা-নিরীক্ষা চলছে প্রতিষেধক আবিষ্কারের ক্ষেত্রে। বিশেষজ্ঞদের মতে, করোনার ভ্যাকসিন এখনো পরীক্ষাগারে, তাই পাকাপাকিভাবে এখনো নির্দিষ্টভাবে বলা সম্ভব হচ্ছেনা করোনার ভ্যাকসিন কবে আসবে। তবে ফাইজার সংস্থার ভ্যাকসিন যে বড়োসড়ো সাফল্যের মুখ দেখেছে তা নিয়ে কোন সন্দেহ নেই বিশেষজ্ঞদের। আপাতত এই ভ্যাকসিন কবে বিশ্ববাজারে আসতে চলেছে, এখন সেদিকেই তাকিয়েই অপেক্ষারত বিশ্ববাসী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!