এখন পড়ছেন
হোম > অন্যান্য > চাকরি > বড়সড় সুখবর! করোনা আবহেই এক লক্ষেরও বেশি পদে আধাসেনায় নিয়োগ, জানিয়ে দিল কেন্দ্র সরকার

বড়সড় সুখবর! করোনা আবহেই এক লক্ষেরও বেশি পদে আধাসেনায় নিয়োগ, জানিয়ে দিল কেন্দ্র সরকার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা পরিস্থিতিতে লকডাউনের প্রাক্কালে চাকরি চলে যাচ্ছে বলে অনেকেই প্রমাদ গুণছিলেন। কিন্তু এবার কেন্দ্রীয় সরকার নিয়ে এলো সুবর্ণ সুযোগ। নতুন করে একগুচ্ছ চাকরি হতে চলেছে কেন্দ্রীয় আধা সেনাবাহিনীতে। জানা গেছে, প্রায় কয়েক লাখ শূন্যপদ এবার পূরণ হবে। আর তার জন্যই এবার প্রস্তুতি শুরু হয়েছে। কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে, বিগত বেশ কয়েক বছর ধরে অবসর, ইস্তফা, মৃত্যু, নতুন ব্যাটেলিয়ন গঠন, নতুন পদের সৃষ্টি বিভিন্ন কারণে বিভিন্ন পদের সৃষ্টি হইয়েছে বর্তমানে কেন্দ্রীয় সেনাবাহিনীতে।

আর তাই এবার ঠিক হয়েছে শুন্য পদে নিয়োগ হবে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই এদিন জানিয়েছেন, ইতিমধ্যেই 60210 কনস্টেবল, 2534 সাব-ইন্সপেক্টর এবং 330 অ্যাসিস্ট্যান্ট কমান্ডারের শূন্য পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে স্টাফ সিলেকশন কমিশন এবং ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে। এখনো প্রায় 45 হাজার পদে নিয়োগ হবে বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, বিএসএফে ইতিমধ্যেই শূন্য পদের সংখ্যা এসে দাঁড়িয়েছে 28926 য়ে।

সিআরপিএফের সেই সংখ্যা 26506, সশস্ত্র সীমা বল (এসএসবি) তে রয়েছে 18623 টি শূন্যপদ, ইন্ডিয়ান পুলিশ ফোর্স রয়েছে 5784 টি শূন্যপদ এবং অসম রাইফেলসে দেখা যাচ্ছে 7328 টি শূন্যপদ পড়ে রয়েছে। এই অবস্থায় বিপুল সংখ্যক শূন্য পদে নিয়োগ সম্পন্ন করতে উঠে পড়ে লেগেছে কেন্দ্রীয় সরকার। তবে বিশেষজ্ঞদের মতে, পাকিস্তান এবং চীন সীমান্তে যেভাবে যুদ্ধ কালীন পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে আউট পোষ্টের সংখ্যা ক্রমাগত বাড়ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যার ফলে নতুন ব্যাটালিয়নের প্রয়োজন হয়ে পড়ছে আধা সামরিক বাহিনীতে। 2014 সালে ঘোষণা হয়েছিল চীন সীমান্তে 54 টি আউটপোস্ট চালু হবে। নতুন আউটপোস্টের জন্য দরকার আরো 12 টি ব্যাটেলিয়ান অর্থাৎ 12000 আধাসেনা। 2017 সালে আইটিবিপি আয়োজিত একটি অনুষ্ঠানে আরও 50 টি নতুন আউটপোস্ট হবে বলে ঘোষণা হয়েছে। তার মধ্যে আবার নতুন করে চীনের সঙ্গে যে সংঘাতময় মুহূর্ত তৈরি হয়েছে, তাতে সীমান্তে সৈন্য সংখ্যা বাড়ানোর প্রয়োজন।

শুধু চীন নয়, সিকিম, অরুণাচল প্রদেশ, লাদাখ, উত্তরাখণ্ডেও নতুন করে সীমান্ত উত্তেজিত হচ্ছে বলে খবর। সেখানেও প্রচুর আধাসেনা পাঠানো হয়েছে। তবে আগামী দিনের পরিস্থিতির কথা মনে করেই নতুন করে সেনা নিয়োগ শুরু হয়েছে। শুধু সীমান্তেই নয়, দেশের মধ্যেও আধা সেনাবাহিনীর প্রয়োজন পড়বে। কারণ, আগামী বছর একসঙ্গে পাঁচটি রাজ্যে শুরু হতে চলেছে বিধানসভার ভোট। অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশের মতে, বর্তমানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বেকারত্ব বৃদ্ধির। এবং তাই নিয়ে বিরোধী শিবির রীতিমতো হল্লা শুরু করেছে। সেদিকে নজর দিয়ে কেন্দ্রীয় সরকারের বিপুল সংখ্যক শূন্য পদে নিয়োগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!