এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনা আবহেই বড়সড় সুখবর এইসব কর্মীদের জন্য! বাড়তে চলেছে বিপুল পরিমান বেতন, জানুন বিস্তারে

করোনা আবহেই বড়সড় সুখবর এইসব কর্মীদের জন্য! বাড়তে চলেছে বিপুল পরিমান বেতন, জানুন বিস্তারে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবার বড়োসড়ো সুখবর দেশের ব্যাংক কর্মীদের জন্য। দীর্ঘদিন ধরেই ব্যাংক কর্মীদের মাইনে বাড়ছে না বলে তাঁরা ক্ষুব্ধ হয়েছিল। বিভিন্ন সময় তাঁরা বিক্ষোভও দেখিয়েছে। কিন্তু এবার তাঁদের ক্ষোভ-বিক্ষোভ কাজে দিয়েছে বলে মনে করা হচ্ছে। সরকারিভাবে জানা গিয়েছে, দেশের সমস্ত ব্যাংকের কর্মী এবং অফিসারদের বেতন কাঠামো পরিবর্তন হতে চলেছে। এই খবরে রীতিমতো আনন্দ প্রকাশ করেছেন সমস্ত ব্যাংক কর্মীরা ও অফিসাররা।

এদিন জানা গেছে, দেশের সমস্ত ব্যাংক কর্মী ও অফিসারদের বেতন চুক্তি চূড়ান্ত হয়েছে। আপাতত তাঁদের বেতন 15 শতাংশ হারে বাড়তে চলেছে বলে জানা যাচ্ছে। বুধবার ব্যাংকের কর্মী অফিসারদের সংগঠনগুলোর সঙ্গে ব্যাংক কর্তৃপক্ষের সংগঠন ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। জানা গিয়েছে, 2017 সালের পয়লা নভেম্বর থেকে এই চুক্তি কার্যকর হবে। গত তিন বছর ধরে অন্যান্য ব্যাংকগুলির বেতন বাড়ানোর আলোচনা চলছিলই।

আর এবার তা চূড়ান্ত হয়েছে বলে জানা গিয়েছে। তবে ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ব্যাংক কর্মীদের পেনশন বৃদ্ধি এবং সপ্তাহে পাঁচদিন কাজের দাবি- দুটির কোনোটিই কোনোভাবেই মেনে নেওয়া হয়নি। জানা গিয়েছে, 2017 সালের নভেম্বর মাস থেকে 2022 সালের অক্টোবর পর্যন্ত এই নতুন বেতন কাঠামো কার্যকর থাকবে। প্রসঙ্গত জানা গেছে, ব্যাংক কর্মীদের দাবি ছিল কুড়ি শতাংশ বেতন বৃদ্ধির। অন্যদিকে ব্যাংক কর্তৃপক্ষের পরিকল্পনা ছিল 12.5% বেতন বৃদ্ধির।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর দরকষাকষিতে দুই পক্ষই মাঝামাঝি এসে ঠিক হয় বেতন বাড়বে 15% হারে। অন্যদিকে ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মীদের এবং অফিসারদের বেতন বৃদ্ধির ফলে বছরে 79000 টাকা ব্যয় বৃদ্ধি হবে প্রত্যেকটি ব্যাংকের। জানা গিয়েছে, দেশের পঁয়ত্রিশটি ব্যাংকের 8 লক্ষ কর্মী অফিসার এই বেতন বৃদ্ধির আওতায় আসছে। বেশ কয়েক বছর ধরেই এই বেতন বৃদ্ধি আটকে ছিল। ফলস্বরূপ সরকারি ব্যাংক কর্মীদের সঙ্গে বেসরকারি ব্যাংক কর্মীদের বেতনের বেশ বড়সর ফারাক ছিল।

একসময় রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন ব্যাংক কর্মীদের বেতন হার সংশোধন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন। তাঁর মতে, ভারতের ব্যাঙ্কগুলিকে বিশ্বমানের করতে গেলে কর্মীদের বেতন কাঠামোও বিশ্বমানের হওয়া উচিত। তবে দীর্ঘদিন পর বেতন কাঠামো সংশোধন হওয়ার ফলে যথেষ্ট আনন্দিত ব্যাংক কর্মীরা ও অফিসাররা। তবে ন্যূনতম 15 শতাংশ বেতন বৃদ্ধি আবার অনেকেই মানতে পারছেন না। কারণ সরকারি ব্যাংক কর্মচারীদের বেতনহার প্রায়শই পরিবর্তন হতে দেখা যায়। তবে আপাতত এই 15 শতাংশ হারে বেতন বৃদ্ধি নিয়েই খুশি থাকতে হবে ব্যাংক কর্মীদের বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!