এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > বড়সড় সুখবর! জানুয়ারিতেই ভারতের বাজারে আসতে চলেছে করোনার ভ্যাক্সিন! দাবী শীর্ষ বিজ্ঞানীর!

বড়সড় সুখবর! জানুয়ারিতেই ভারতের বাজারে আসতে চলেছে করোনার ভ্যাক্সিন! দাবী শীর্ষ বিজ্ঞানীর!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিশ্বজুড়ে করোনা ছড়িয়ে পড়া মাত্রই তা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য শুরু হয়েছে প্রতিষেধক আবিষ্কারের লড়াই। প্রায় সমস্ত দেশই এই মুহূর্তে করোনার প্রতিষেধক আবিষ্কারের জন্য পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। রাশিয়া যদিও ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে, তাঁদের দেশে করোনার প্রতিষেধক আবিষ্কার হয়ে গিয়েছে। তা নিয়ে অবশ্য বিতর্ক শুরু হয়েছে চূড়ান্ত মাত্রায়। তবে এবার অন্যান্য দেশগুলোও আস্তে আস্তে করোনা প্রতিষেধক আবিষ্কারের দিকে এগিয়ে চলেছে ধীরে ধীরে।

ইতিমধ্যেই ভারতে করোনার ভ্যাকসিন আগামী বছরের গোড়াতে আসতে পারে বলে মনে করা হচ্ছে। তবে জানা গেছে, এই ভ্যাকসিন কতটা নিরাপদ এবং 130 কোটি মানুষের জন্য তা কতটা কার্যকর হচ্ছে তা খতিয়ে দেখা হবে আগে এবং তারপরেই তা বাজারে আনা হবে বলে জানিয়েছেন হু এর গ্লোবাল অ্যাডভাইজরি কমিটির সদস্য এবং শীর্ষ ভ্যাকসিন বিজ্ঞানী গগনদীপ কং। বিশ্বজুড়ে বিভিন্ন দেশে করোনার ভ্যাকসিন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চললেও তা কবে সামনে আসতে চলেছে, তা নিয়ে চলছে জল্পনা।

রাশিয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, অক্টোবরের মধ্যে আমেরিকায় আসতে চলেছে ভ্যাকসিন। ভারতের পক্ষ থেকে জানা গিয়েছে, আগামী বছরের শুরুতে আসতে চলেছে এদেশে করোনা ভ্যাকসিন। গত বৃহস্পতিবার রাজ্যসভায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন এই ব্যাপারে তথ্য জানিয়েছেন, পাশাপাশি তিনি এও জানিয়েছেন শুরুতে ভ্যাকসিন পাওয়া গেলেও দেশের সর্বত্র ভ্যাকসিন পৌঁছাতে সময় লাগবে। একই কথা শোনা গেছে গগনদীপের গলাতেও।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনিও জানিয়েছেন, ভারতের বুকে এই মুহূর্তে তিন রকমের ভ্যাকসিন পরীক্ষা চলছে। এই ভ্যাকসিনগুলো প্রাপ্তবয়স্ক শরীরের পাশাপাশি শিশু, গর্ভবতী মহিলা এবং রোগীদের শরীরে সঠিকভাবে কার্যকর হতে পারছে কিনা, তা খতিয়ে দেখা হবে এবং সেক্ষেত্রে ভ্যাকসিন কতটা ফলপ্রসূ হচ্ছে। 2021 সালের প্রথমার্ধের মধ্যে সেই ভ্যাকসিন দ্রুতহারে বাজারে আনা হবে বলে জানা গেছে। অন্যদিকে দেশে করোনা আক্রান্তের সংখ্যা এখনো যথেষ্ট আশঙ্কাজনক। গত 24 ঘন্টায় দেশ জুড়ে প্রায় 75 হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

তবে মনে করা হচ্ছে, বিগত বেশ কয়েকদিন ধরে করোনা আক্রান্তের হার সুস্থতার হারের তুলনায় কম। বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি এখন এমন জায়গায় পৌঁছে গিয়েছে, প্রতিষেধক ছাড়া যে বাঁচার উপায় নেই সে কথা আগেই জানিয়ে দিয়েছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে নতুন প্রযুক্তি এবং বিজ্ঞানের সাহায্যে করোনা ভ্যাকসিন আবিষ্কার যেরকম দ্রুত গতিতে এগোচ্ছে, তাতে খুব শীঘ্রই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে মনে করা হচ্ছে। তবে বিশেষজ্ঞদের মতে, ভারতের মতো জনবহুল দেশে প্রতিষেধকের প্রয়োজন অনেক বেশি আর সেক্ষেত্রে ভ্যাকসিনের হাহাকার যাতে না তৈরি হয়, সেদিকে কড়া নজর রাখছে কেন্দ্রীয় সরকার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!