এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > বড়সড় সুখবর! রুশ বিজ্ঞানীদের গবেষণা জানাচ্ছে ৯০-৯৯.৯% করোনা ভাইরাস রুখে দেওয়া যাবে জল দিয়েই!

বড়সড় সুখবর! রুশ বিজ্ঞানীদের গবেষণা জানাচ্ছে ৯০-৯৯.৯% করোনা ভাইরাস রুখে দেওয়া যাবে জল দিয়েই!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিশ্বজুড়ে যেভাবে করোনা ছড়িয়ে পড়েছে, তা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য প্রতিষেধক আবিষ্কা্রের লড়াই চলছে তীব্র গতিতে। সূত্রের খবর, বিশ্বের অধিকাংশ দেশে চলছে প্রতিষেধক নিয়ে গবেষণা। ইতিমধ্যেই বিশ্বের অন্যতম দেশ রাশিয়া সমস্ত বিতর্ককে একপাশে সরিয়ে রেখে ঘোষণা করেছে, তাঁরা করোনার প্রতিষেধক আবিষ্কার করে ফেলেছে। তবে সেই প্রতিষেধকের বিশ্ববাজারে আসা নিয়ে এখনও রয়েছে বিস্তর প্রশ্ন। কিন্তু তার মধ্যেই এবার রুশ বিজ্ঞানীরা এমন একটি খবর জানালেন, যাতে মানুষের কাছে প্রতিষেধকের প্রয়োজনীয়তা আর থাকবে না বলে মনে করা হচ্ছে।

ইতিমধ্যে করোনার চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে রেমডেসিভির, ফ্যাভিপিরাভির মতন বেশ কয়েকটি ওষুধ। বিজ্ঞানীদের দাবি, এ বছরের মধ্যেই হাতে আসবে করোনার প্রতিষেধক। কিন্তু তার মধ্যেই নতুন করে বেশ কয়েকজন বিজ্ঞানী দাবি করেছেন, কড়া কড়া ওষুধ নয়, ঘরেই সাধারণ উপাদান এর সাহায্যে 90% করোনাভাইরাস মেরে ফেলা সম্ভব 24 ঘন্টার মধ্যে। সূত্রের খবর, সম্প্রতি সাইবেরিয়ার ‘নভোসিবির্স্কে ভেক্টর স্টেট রিসার্চ সেন্টার অব ভিরোলজি অ্যান্ড বায়োটেকনোলজি’র বিজ্ঞানীরা দাবি করেছেন, তাঁরা করোনার একটি দুর্বল দুর্বলতা খুঁজে পেয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবং এই দুর্বলতা কি তার উত্তরে তাঁরা যা বলেছেন, তাতে বিস্মিত বিশ্ববাসী। বিজ্ঞানীদের দাবি, করোনাকে জব্দ করা সম্ভব শুধুমাত্র জল দিয়ে। অন্যান্য বিশেষ জল নয়, সাধারণ জল দিয়েই কাজ হবে। এ প্রসঙ্গে বিজ্ঞানীরা জানাচ্ছেন, ঘরের স্বাভাবিক সংস্পর্শে 24 ঘণ্টার মধ্যে 90% করোনা ভাইরাস সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। এ ব্যাপারে পর্যবেক্ষণ করার পরেই রুশ বিজ্ঞানীরা দাবি করেছেন, 72 ঘণ্টায় 99.99% করোনা ভাইরাস জলের সংস্পর্শে আসলে মরে যায়। তাঁদের দাবি, ফুটন্ত জলের সংস্পর্শে আসলে করোনার অস্তিত্বই থাকবে না।

বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, নোনা জলে করোনা ভাইরাস কোনরকম বংশবৃদ্ধি করতে পারে না। তবে হ্যাঁ, কিছুক্ষণের জন্য ওই জলে জীবাণু সক্রিয় থাকতে পারে বলা জানা যাচ্ছে। তবে জলের তাপমাত্রার উপর পুরো ব্যাপারটি নির্ভর করছে। বিশেষজ্ঞদের মতে, করোনার ভ্যাকসিন নিয়ে এখনো বিভিন্ন জায়গায় যেভাবে পরীক্ষা-নিরীক্ষা চলছে, তাতে কবে পুরোপুরি বিশ্বের সমস্ত মানুষের হাতে করোনার প্রতিষেধক এসে পৌঁছাবে তা নিয়ে বিতর্ক থাকছে। কিন্তু তার মধ্যেই শুধুমাত্র জলের দ্বারাই যেভাবে করোনার ধ্বংস ব্যাখ্যা করা হয়েছে, তা যদি সত্যি হয় তাহলে বর্তমান পরিস্থিতিতে একটি অসম্ভব সম্ভব হতে চলেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!