এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > বড়সড় সুখবর! রাশিয়া আবিষ্কার করে ফেলল করোনার বিরুদ্ধে সবথেকে শক্তিশালী ওষুধ, কাটছে উদ্বেগ

বড়সড় সুখবর! রাশিয়া আবিষ্কার করে ফেলল করোনার বিরুদ্ধে সবথেকে শক্তিশালী ওষুধ, কাটছে উদ্বেগ


করোনার কারণে সারাবিশ্ব চরম আতঙ্কিত এইমুহুর্তে। এখনো পর্যন্ত সবথেকে চিন্তার ব্যাপার হলো এটাই যে করোনাকে ঘায়েল করার জন্য মানুষের হাতে কোন প্রতিষেধক বা ওষুধ নেই। শুধুমাত্র সর্তকতা ও সাবধানতা অবলম্বন করেই চলতে হচ্ছে। তবে জানা যাচ্ছে, বিভিন্ন দেশে বড় বড় বিজ্ঞানী ও গবেষকরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যেকোনো মূল্যে করোনার বিরুদ্ধে একটি প্রতিষেধক আবিষ্কার করার। তবে এবার রাশিয়া সারা বিশ্বকে শোনাল একটি সুখবর।

তাঁদের দাবি, করনার বিরুদ্ধে সব থেকে জোরালো ওষুধ তাঁরা আবিষ্কার করে ফেলেছে। শুধু তাই নয়, এই ওষুধ করোনা রোগীদের ওপর প্রয়োগ করেও আশাতীত সাফল্য পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন রাশিয়ান বিজ্ঞানীরা। রাশিয়ার সংবাদ সংস্থা ‘তাস’ এবং ব্রিটিশ সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, আপাতত আগামী 11 ই জুন থেকে করোনা চিকিৎসার জন্য এই ওষুধের প্রয়োগ শুরু হবে রাশিয়াতে। এই ওষুধটির নাম হলো ‘অ্যাভিফ্যাভির’, যার পেটেন্ট রয়েছে শুধুমাত্র রুশ ফার্মাসিউটিক্যাল সংস্থার কাছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

‘অ্যাভিফ্যাভির’ ওষুধের আবিষ্কার এর পরিপ্রেক্ষিতে রুশ বিজ্ঞানীরা দাবি করছেন, করোনা রোগীদের ওপর ‘অ্যাভিফ্যাভির’ নামক ওষুধটি প্রয়োগ করার চারদিন পর দেখা যাচ্ছে প্রায় 65 শতাংশ রোগীর শরীরে করোনা ভাইরাস সম্পূর্ণরূপে নির্মূল হয়ে গিয়েছে। অর্থাৎ মাত্র চার দিনের মধ্যেই প্রায় 65 শতাংশ রোগী সেরে উঠেছে এই ‘অ্যাভিফ্যাভির’ এর প্রয়োগের ফলে। রুশ স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে সে দেশের করোনা চিকিৎসার ক্ষেত্রে এই ওষুধটি প্রয়োগের ছাড়পত্র পাওয়া গিয়েছে বলে জানা গেছে।

রুশ বিজ্ঞানীদের দাবি, এই ঔষধটি প্রাথমিকভাবে ক্লিনিক্যাল ট্রায়ালে অপ্রত্যাশিতভাবে অভূতপূর্ব সফলতা লাভ করেছিল। সূত্রের খবর, করোনার বিরুদ্ধে এই প্রতিষেধকটি তৈরি হয়েছে জাপানি সংক্রামক জ্বরের প্রতিষেধক ফ্যাভিপিরাভির-এর রাসায়নিক সমন্বয় এর ক্ষেত্রে কিছু পরিবর্তন ঘটিয়ে। জানা গেছে, বর্তমানে 330 জন করোনা রোগীর ওপর চূড়ান্ত পর্যায়ের ক্লিনিকাল ট্রায়াল চলছে এই ওষুধটির। আগামী সপ্তাহের মধ্যেই দেশের হাসপাতালগুলিতে করোনা রোগের চিকিৎসার জন্য 60 হাজার ডোজ ‘অ্যাভিফ্যাভির’ পৌঁছে দেবে রাশিয়ার RDIF এবং ChemRar গ্রুপ.

অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, এই মুহূর্তে সারা বিশ্বের কাছে সবথেকে আনন্দের খবর হল এটি। যখন বিশ্বের বুকে কোন ভাবেই করোনাকে দূর করা যাচ্ছেনা, সেসময় রাশিয়া আবিষ্কৃত ওষুধ যদি করোনা পরিস্থিতিকে সামাল দিতে পারে তাহলে তার থেকে ভালো আর কিছুই হয় না। অন্যদিকে প্রতিষেধক বা ওষুধ না থাকার দরুণ বিশ্বের অনেক দেশেই করোনা পরিস্থিতি ভয়ংকর হয়ে দাঁড়িয়েছে। সরাসরি মৃত্যু-মিছিল দেখা গেছে বহু দেশে, যার মধ্যে আমেরিকা অন্যতম। আপাতত রাশিয়ার আবিষ্কৃত করোনার প্রতিষেধক যাতে চূড়ান্ত সফলতা পায়, সেই কামনাই করছে আপামর বিশ্ববাসী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!