এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বড়সড় স্বস্তির নিঃশ্বাস ফেললেন এবার বিজেপির হেভিওয়েট প্রার্থী-কোন সমস্যা থেকে পেলেন মুক্তি?

বড়সড় স্বস্তির নিঃশ্বাস ফেললেন এবার বিজেপির হেভিওয়েট প্রার্থী-কোন সমস্যা থেকে পেলেন মুক্তি?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘদিন ধরে বীরভূমের লাভপুরে সিপিএম সমর্থক তিন ভাইয়ের হত্যার দায়ে মামলা চলছিল মুকুল রায়ের বিরুদ্ধে। এই মামলায় জামিন অযোগ্য পরোয়ানা জারি করা হয়েছিল বিজেপি নেতার বিরুদ্ধে। ফলস্বরূপ বীরভূমের লাভপুর এবং সিউড়িতে এতদিন ঢোকা বারণ ছিল মুকুল রায়ের। কিন্তু এবার একুশের বিধানসভা নির্বাচনের আগে কার্যত স্বস্তির নিঃশ্বাস ফেললেন বিজেপির কেন্দ্রীয় সহ-সভাপতি মুকুল রায়। কারণ দীর্ঘ 11 বছরের পুরনো মামলায় এদিন জামিন পেলেন তিনি। কৃষ্ণনগর উত্তরের প্রার্থী এবার মুকুল রায় আর ভোটের ময়দানে লড়াইয়ের মাঝেই বড়োসড়ো স্বস্তির খবর মিলল। খুব স্বাভাবিকভাবে গেরুয়া শিবিরেও খুশির হাওয়া।

11 বছরের পুরনো লাভপুরে 3 সিপিএম সমর্থক এর হত্যা মামলায় আগেই কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন মুকুল রায়। এবার বোলপুর মহকুমা আদালতের রায়ে মুকুল রায় পেলেন জামিন। 2010 এ বালিরঘাটের সালিশি সভায় নিজের বাড়িতে ডেকে লাভপুরের বুনিয়াডাঙা গ্রামের সিপিএম সমর্থক তিন ভাই – জাকের আলি, কোটন শেখ ও ওসুদ্দিন শেখকে পিটিয়ে মারার অভিযোগ ওঠে মনিরুল, আনারুল-সহ অনেকের বিরুদ্ধে। মাস তিনেক হাজতবাস করার পরেই মনিরুল জামিন পেয়ে লাভপুরের বিধায়ক হন। 2019 এর লোকসভা নির্বাচনের পর দিল্লিতে মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দেন মনিরুল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবং ওই বছরই হাইকোর্ট জেলা পুলিশ সুপারের তদারকিতে পুনরায় ওই হত্যা তদন্তের নির্দেশ দেয়। ডিসেম্বরে সাপ্লিমেন্টারি চার্জশীট আনা হয় যখন, তখন দেখা যায় সেখানে বীরভূম পুলিশ মনিরুল, আনারুলের সঙ্গে খুনের প্ররোচনাদাতা হিসেবে মুকুল রায়ের নাম জুড়ে দিয়েছে। সেই ঘটনার সূত্র ধরেই বারংবার মুকুল রায়কে জেরা করা হয়েছে। এই মামলায় হাইকোর্ট থেকে জামিন নিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি আগেই। আর সোমবার তিনি বোলপুর হাই কোর্টে গিয়ে আত্মসমর্পণ করেন এবং জামিন পান।

স্বাভাবিকভাবেই একুশের বিধানসভা নির্বাচনের আগে মুকুল রায়ের সামনে আর কোনো আইনি জট রইল না। মুকুল রায় বোলপুর আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এবারের নির্বাচনে মুকুল রায় কৃষ্ণনগর উত্তরের প্রার্থী। বোঝাই যাচ্ছে হেভিওয়েট নেতাকে কৃষ্ণনগর থেকে দাঁড় করিয়ে বিজেপি তৃণমূল শিবিরকে কোণঠাসা করার চেষ্টায়। এই পরিস্থিতিতে মুকুল রায় আইনি জটিলতা থেকে মুক্ত হয়ে গেরুয়া শিবিরের হয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়াই যে আরো জোরদার চালাবেন সেকথা বলাই বাহুল্য।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!