এখন পড়ছেন
হোম > রাজ্য > আদালত জানিয়ে দিল বড়সড় সিদ্ধান্ত! অভিভাবকদের হাসি হল চওড়া, স্কুল কর্তৃপক্ষের মাথায় হাত!

আদালত জানিয়ে দিল বড়সড় সিদ্ধান্ত! অভিভাবকদের হাসি হল চওড়া, স্কুল কর্তৃপক্ষের মাথায় হাত!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত মার্চ মাসের শেষ দিক থেকে করোনা সংক্রমনের কারণে রাজ্য ও দেশজুড়ে লকডাউন ঘোষণা করা হয়। দীর্ঘ সময় ধরে লকডাউন চলার ফলে বহু মানুষের রোজগার অনেকটাই কমে যায়। এ কারণে বেসরকারি স্কুলে পড়া সন্তানদের স্কুলের ফি মেটাতে নাজেহাল হয়ে পড়েন বেশকিছু অভিভাবক। স্কুলের ফি কমানোর জন্য বারবার তাঁরা আবেদন জানান স্কুল কর্তৃপক্ষের কাছে।

কিন্তু স্কুল কর্তৃপক্ষ তাদের আবেদনে সারা দিতে নারাজ। শেষ পর্যন্ত হাইকোর্টের দ্বারস্থ হন বিপন্ন অভিভাবকরা। এ বিষয় নিয়ে মামলায় গত সপ্তাহে ছিল শেষ শুনানি। আজ মঙ্গলবার এই মামলার রায় দান করল হাইকোর্ট। হাইকোর্টের রায়ে জানানো হলো যে, ২০ শতাংশ ফি হ্রাস করতে হবে বেসরকারি স্কুলগুলোকে। একমাত্র টিউশন ফি ছাড়া অন্য কোনো ফি নেওয়া চলবেনা অভিভাবকদের কাছ থেকে।

লকডাউনে ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হন বহু অভিভাবক। প্রথমে তাঁরা বেসরকারি স্কুল কর্তৃপক্ষের কাছে ফি কমাবার জন্য আবেদন জানান। কিন্তু, তাতে কোন কাজ হয় নি। এরপর রাজ্য সরকারও বেসরকারি স্কুলগুলোকে ফি কমাবার অনুরোধ জানায়। কিন্তু তাতেও স্কুল কর্তৃপক্ষ গুলো নারাজ ছিল। তাই শেষ পর্যন্ত অভিভাবকেরা আদালতের দ্বারস্থ হন। কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়। এ বিষয়ে মামলা দায়ের করা হলে আদালতের পক্ষ থেকে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্কুলের সমস্ত আয়-ব্যয় খতিয়ে দেখে এই কমিটি। স্কুলের ফি কমলে স্কুল গুলি কোন আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারে কিনা সেই সমস্ত কিছু নিয়ে তদন্ত করে এই বিশেষজ্ঞ কমিটি। তবে কমিটি গঠন করেও বিশেষ কোনো কাজ হয়নি। শেষ পর্যন্ত স্কুলগুলির কাছে এ বিষয়ে প্রস্তাব চেয়ে পাঠায় হাইকোর্ট। আদালতের নির্দেশে স্কুলগুলি যে প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাবগুলির মধ্যে থেকে তিনটি প্রস্তাবকে মান্যতা হয় আদালত। স্থির করা হয় এই তিনটি প্রস্তাবের মধ্যে থেকে যে কোনো একটিকে চূড়ান্ত বলে বেছে নেওয়া হবে। আর তার উপরে ভিত্তি করেই হবে রায়দান।

আজ এই তিনটি প্রস্তাবের মধ্য থেকে একটি চূড়ান্ত করে এ বিষয়ে রায় দান করল কলকাতা হাইকোর্ট। আজ মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি মৌসুমী ভট্টাচার্য এ বিষয়ে দান করলেন। হাইকোর্টের এই রায়ের মাধ্যমে ২০ শতাংশ ফি মুকুব করা হলো। কিন্তু বাকি ৮০ % ফি দিতেও সমস্যার সমুখ্খীন হতে পারেন অনেক অভিভাবক। তাই তাদের কথা চিন্তা করেই বিচারপতিরা তিন সদস্যের একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।

অভিভাবকেরা এ বিষয়ে কোন সমস্যায় পড়লে, তার কথা জানাতে পারবেন এখানে। তাদের আবেদনপত্র গুলি খতিয়ে দেখে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে কমিটি। হাইকোর্টের পক্ষ থেকে জানানো হলো, আগামী ৩১ সে ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত ও উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে এই কমিটিকে। প্রসঙ্গত করোনা সংক্রমণকালে বেশ কিছু অভিভাবকের যখন নিজেদের রুজি-রোজগার কমে গেছে। সেই সময়ে বেসরকারি স্কুলগুলিতে ২০ শতাংশ ফি মুকুব হলে অভিভাবকদের আর্থিক চাপ কিছুটা হলেও কমবে বলে মনে করছেন অনেকেই। তাই হাইকোটের এই রায়কে ইতিবাচক বলেই মনে করছেন অনেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!