এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ষীয়ান অভিনেতার করোনা আক্রান্তের কথা জানতে পেরে, তাঁর খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী

বর্ষীয়ান অভিনেতার করোনা আক্রান্তের কথা জানতে পেরে, তাঁর খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ করোনা আক্রান্ত হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। কিছুদিন ধরেই অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শরীরে কিছু সমস্যা ও করোনার অল্প কিছু উপসর্গ দেখা দিয়েছিল। এরপর তাঁর করোনা পরীক্ষা করানো হয়েছিল। গতকাল তাঁর করোনা রিপোর্ট এসেছে। যেখানে দেখা যাচ্ছে, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। আবার দীর্ঘদিন ধরেই তিনি সিওপিডি-তেও আক্রান্ত। তাঁর বয়স ও অন্যান্য রোগের কথা চিন্তা করেই কোনো রকম ঝুঁকি না নিয়ে তাঁর পরিবারের লোকেরা আজ বেলা ১১ টা নাগাদ তাঁকে ইএম বাইপাসের ধারে বেলভিউ হাসপাতালে ভর্তি করে দিয়েছেন।

বেলভিউ হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, সম্প্রতি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের অল্প জ্বর আছে, তবে করোনার অন্য কোনো উপসর্গ নেই। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁর বয়সের কথা চিন্তা করেই তাঁর সমস্ত শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখছেন চিকিৎসকেরা। তাঁর সমস্ত শারীরিক পরিস্থিতির উপর কড়া নজর রেখেছেন চিকিৎসকেরা। তাঁর চিকিৎসার জন্য তিন সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সাতদিন পার হবার পর পুনরায় তাঁর করোনা পরীক্ষা করা হবে। করোনা পরীক্ষার পরেই তাঁর চিকিৎসা বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের করোনা আক্রান্ত হবার কথা জানতে পেরে তাঁর শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ খবর নিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন তাঁর পরিবারের কাছে। অভিনেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি, অভিনেতার আরোগ্য কামনা করে সোশ্যাল মিডিয়া টুইটারে একটি টুইট করেছেন মুখ্যমন্ত্রী। যেখানে মুখ্যমন্ত্রী লিখেছেন, ” প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় কোভিড ১৯ পজিটিভ এটা শুনে চিন্তিত। তাঁর দ্রুত সুস্থতা ও সুস্বাস্থ্যের কামনা করি। “

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!