এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ব্রাত্যর বাড়িতে পৌঁছে গেল বিক্ষোভ, শিক্ষক সমস্যা নিয়ে জেরবার মমতা-প্রশাসন!

ব্রাত্যর বাড়িতে পৌঁছে গেল বিক্ষোভ, শিক্ষক সমস্যা নিয়ে জেরবার মমতা-প্রশাসন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  টেট থেকে শুরু করে এসএসসি, বিভিন্ন সমস্যা নিয়ে এমনিতেই জেরবার রাজ্য সরকার। আর তার মাঝেই এবার শিক্ষকদের বিক্ষোভ চরম সমস্যার মুখে পড়ে গেলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। যেখানে পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মঞ্চের সদস্যরা রীতিমতো বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে পৌছে গেলেন রাজ্যের শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে। যে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে।

জানা গিয়েছে, এই ঐক্য মঞ্চের সদস্যরা পঞ্চায়েতে এসএসকে এমএসকে শিক্ষকদের বার্ষিক 3 শতাংশ বেতন বৃদ্ধি এবং অবসরের পর এককালীন টাকা দেওয়ার মত দাবিতে বিক্ষোভ শুরু করেছেন। আর সেই বিক্ষোভ রাজ্যের শিক্ষামন্ত্রীর দুয়ারে পৌঁছে দিয়ে রাজ্য প্রশাসন এবং শিক্ষা দপ্তরের কার্যত চাপের মুখে ফেলে দিলেন এই বিক্ষোভে অংশগ্রহনকারীরা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, আজ শুক্রবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে পৌঁছে যান বেশ কিছু পার্শ্ব শিক্ষিকারা। যেখানে তারা একগুচ্ছ বিষয় তুলে ধরে সরব হতে শুরু করেন। আর রাজ্যের হেভিওয়েট মন্ত্রী বাড়ির সামনে এভাবে একাংশের বিক্ষোভ রীতিমতো চাপের মুখে ফেলে দিয়েছে প্রশাসনকে। এদিন এই প্রসঙ্গে এক শিক্ষিকা বলেন, “শিক্ষামন্ত্রী আমাদের অভিভাবক। তিনি নিজেও একজন শিক্ষাবিদ। আমরা চাই তিনি আমাদের সমস্যা সমাধানের হস্তক্ষেপ করুন। নইলে আমাদের আরও সংকটের মুখে পড়তে হবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞদের একাংশ বলছেন, রাজ্যের বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের কাছে বিভিন্ন দাবি-দাওয়া রয়েছে সেই দপ্তরের সঙ্গে জড়িত পরিষেবা পাওয়া একাধিক মানুষদের। আগেও রাজ্যের কৃষিজনিত সমস্যা নিয়ে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে দেখা গিয়েছিল একাংশকে। আর এবার শিক্ষা ক্ষেত্রে নিজেদের দাবি দাওয়া নিয়ে পার্শ্ব শিক্ষিকাদের একাংশ পৌঁছে গেলেন রাজ্যের শিক্ষামন্ত্রীর দুয়ারে। অনেকে কটাক্ষ করে বলছেন, সরকারের পক্ষ থেকে “দুয়ারে সরকার”

কর্মসূচি পালন করে মানুষের সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু শিক্ষক শিক্ষিকারা যেভাবে শিক্ষামন্ত্রীর দুয়ারে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন, তা থেকেই স্পষ্ট যে, দুয়ারে সরকার থেকে আদৌ কেউ লাভবান হচ্ছেন না। আর সেই কারণেই এখন মন্ত্রীদের দরজায় কড়া নাড়তে হচ্ছে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সরব হওয়া সাধারন মানুষকে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!