এখন পড়ছেন
হোম > জাতীয় > BREAKING- দিল্লির সিদ্ধান্তে সভাপতি পদ হারালেন বিজেপি সংসদ, জোর শোরগোল

BREAKING- দিল্লির সিদ্ধান্তে সভাপতি পদ হারালেন বিজেপি সংসদ, জোর শোরগোল


দিল্লির সিদ্ধান্তে সভাপতি পদ হারালেন বিজেপি সংসদ মনোজ তিওয়ারি। দিল্লির বিজেপি প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল তাঁকে।জানা যাচ্ছে তাঁর জায়গায় দ্বায়িত্ব পেলেন দিল্লির প্রাক্তন মিউনিসিপ্যাল কাউন্সিল (‌এনডিএমসি)‌ মেয়র আদেশ কুমার গুপ্তা। তাঁর হাতে ও নতুন দ্বায়িত্ব তুলে দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা।

কি কারণে খোয়ালেন পদ ? রাজনৈতিকমহলের মতে, মাস্ক ছাড়া ক্রিকেট খেলাই কাল হলো মনোজ তিওয়ারির। জানা যাচ্ছে , লকডাউন চলাকালিনই সম্প্রতি হরিয়ানার সোনিপথে গিয়ে মনোজ তিওয়ারি ক্রিকেট খেলায় মেতে ওঠেন এবং মুখে মাস্কও ছিল না তাঁর। যা নিয়ে বিরোধীদের তীব্র আক্রমণে অস্বস্তিতে পড়তে হয়েছিল দলকে।

মনোজ তিওয়ারির বিরুদ্ধে মুখ খুলেছিলেন আম আদমি পার্টি। বিজেপিকে তুলোধোনা করার পাশাপাশি প্রশ্ন তুলেছিলেন, যে কি করে একজন জন প্রতিনিধি এ ধরনের কাজ করতে পারেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই নিয়ে শোরগোল তুলে আপ রাজ্য সভার সাংসদ সঞ্জয় সিং প্রশ্ন তুলেছিলেন, ‘‌প্রত্যেক দিন দেশের হাজার হাজার পরিযায়ী শ্রমিকরা দেশের রাস্তার ওপর দিয়ে হেঁটে চলেছেন এবং অনেকেই পথ দুর্ঘটনাতেও মারা গিয়েছেন। কিন্তু মানবিক সঙ্কটকে এড়িয়ে গিয়ে কি করে একজন নির্বাচিত জন প্রতিনিধি অন্য রাজ্যে গিয়ে ক্রিকেট খেলতে পারেন?‌ একজন জনপ্রতিনিধি কি করে এত অসংবেদনশীল হতে পারেন?‌’‌

নিরোধীদের তরফ থেকে বল হয়েছিল ‌বিজেপি সরকার দিল্লি ও হরিয়ানার সংযোগকারী সমস্ত রাস্তা বন্ধ করে কোভিড–১৯ যোদ্ধাদের আটকাচ্ছে রাজ্যের বাসিন্দা হয়েও যদি কেউ গরীবদের মধ্যে খাবার বিতরণ করে তখন বিজেপি সরকার তাকে আটকাবে। অথচ মনোজ তিওয়ারি কি করে অন্য রাজ্যে গিয়ে ক্রিকেট খেলছেন ? কেন তাঁকে আটকানো হল না,

সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে ঝড় উঠেছিল। নেটিজনদের ক্ষোভের মুখে পড়তে হয়েছিল বিজেপিকে ,দলের অন্দরেও উঠেছিল প্রশ্ন।ফলে সে সব কিছুর জবাব দিয়ে এদিন পদ থেকে সরিয়ে দেওয়ায় হলো মনোজ তিওয়ারিকে বলেই মত রাজনৈতিভামহলের। যদিও এই বিষয় নিয়ে মুখ খোলেনি বিজেপি নেতৃর্ত্ব কিংবা মনোজ তিওয়ারি স্বয়ং। তবে তাঁরা মুখ খুললে আসল সত্যি জানা জানা যাবে বলেই মনে করছেন সংশ্লিষ্টমহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!