এখন পড়ছেন
হোম > খেলা > Breaking News, আবার করোনার থাবায় স্বনামধন্য ক্রিকেট তারকা

Breaking News, আবার করোনার থাবায় স্বনামধন্য ক্রিকেট তারকা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি, দেশজুড়ে চলছে করোনার দ্বিতীয় ঢেউ, আশঙ্কাজনক ভাবে বাড়ছে করোনার সংক্রমণ। মহারাষ্ট্রের অবস্থা সবচেয়ে উদ্বেগজনক। ক্রিকেট জগতে ক্রমশ থাবা বিস্তার করছে করোনা। করোনা আক্রান্ত হয়েছেন শচীন তেন্দুলকার, ইউসুফ পাঠান, সুব্রামানিয়াম বদ্রিনাথ প্রমুখেরা। আর, এই পরিস্থিতিতে এবার করোনা আক্রান্ত হলেন ক্রিকেট তারকা ইরফান পাঠান।

করোনা আক্রান্ত হবার পর আইসোলেশনে আছেন ইরফান পাঠান। নিজের করোনা আক্রান্ত হওয়ার কথা টুইট করে তিনি জানিয়েছেন। ট্যুইট করে তিনি জানিয়েছেন, করোনার কোনরকম উপসর্গ ছাড়াই করোনা আক্রান্ত হয়েছেন তিনি। করোনা আক্রান্ত হয়ে নিজেকে তিনি হোম কোয়ারেন্টিনে রেখেছেন। সম্প্রতি যারা তাঁর সংস্পর্শে এসেছেন, তাদের সকলকে তিনি করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি একাধিক ক্রিকেটার করোনা আক্রান্ত হতে শুরু করেছেন, যা যথেষ্ঠ উদ্বেগজনক। শচীন তেন্দুলকার, ইউসুফ পাঠান, বদ্রীনাথ সুব্রামানিয়ামের পর এবার করোনা আক্রান্ত হলেন ইরফান পাঠান। দেশের একাধিক রাজ্যে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে আশঙ্কাজনকভাবে। যার মধ্যে আছে মহারাষ্ট্র, গুজরাট, কেরল, কর্ণাটক, ছত্তিসগড়, রাজধানী দিল্লি ইত্যাদি।

মহারাষ্ট্রে করোনা সংক্রমণ সর্বাধিক। মহারাষ্ট্র গত ২৪ ঘণ্টায় ৪০ হাজারেরও বেশি মানুষ নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। দেশের মোট করোনা আক্রান্তের ৬০% রয়েছে মহারাষ্ট্রে। এই পরিস্থিতিতে মহারাষ্ট্রে সম্পূর্ণ লকডাউন ঘোষণার ব্যাপারে চিন্তাভাবনা করছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!