এখন পড়ছেন
হোম > জাতীয় > Breaking News, আবারও প্রধানমন্ত্রীর ডাকা বৈঠক এড়ালেন মুখ্যমন্ত্রী

Breaking News, আবারও প্রধানমন্ত্রীর ডাকা বৈঠক এড়ালেন মুখ্যমন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশের করোনা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ রূপ ধারণ করেছে। গত দু’দিন ধরে তিন লক্ষেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হতে শুরু করেছেন। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ৩ লক্ষ ৩৩ হাজার মানুষ। এই পরিস্থিতিতে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকে আমন্ত্রণ করা হয়েছিল একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের। তবে এই বৈঠকে অনুপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ এই ভার্চুয়াল বৈঠকে কেরালা, মহারাষ্ট্র, কর্ণাটক, গুজরাট, রাজস্থান, দিল্লি, পাঞ্জাব সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা যোগদান করেছেন। বৈঠকে দেশের অক্সিজেন প্রস্তুতকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও যোগদান করেছেন। তবে এই বৈঠকে অনুপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পক্ষ থেকে মুখ্য সচিব, স্বাস্থ্য সচিব বৈঠকে যোগদান করেছেন। প্রসঙ্গত, ইতিপূর্বেও কেন্দ্রীয় সরকারের ডাকা বহু বৈঠকে যোগদান করেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতি আয়োগ এর ডাকা বৈঠকও এড়িয়ে গিয়েছিলেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, আজ রাজ্যে এসে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আজ রাজ্যে চারটি সভায় যোগদান করার কথা ছিল তাঁর। কিন্তু গতকাল তিনি এই রাজ্য সফর বাতিল করে দিয়েছেন। আজ দিল্লিতে বৈঠকের কারণেই এই সফর বাতিল করে দিয়েছেন তিনি। তবে আজ বিকেলে ভার্চুয়াল ভাবে দিল্লি থেকে রাজ্যে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করতে করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!