এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > Breaking News, অবশেষে বিরাট সাফল্য, নিরব মোদী, বিজয় মালিয়ার কাছ থেকে বিপুল অর্থ উদ্ধার

Breaking News, অবশেষে বিরাট সাফল্য, নিরব মোদী, বিজয় মালিয়ার কাছ থেকে বিপুল অর্থ উদ্ধার


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – ঋণখেলাপি ও দেশান্তরী নিরব মোদী ও বিজয় মালিয়ার সম্পদ বাজেয়াপ্ত করে ১৩ হাজার কোটি টাকা উদ্ধার করা হলো। প্রিভেনশন অফ মানি লন্ডারিং আইনের দ্বারা কেন্দ্রীয় সংস্থা এই ঋণখেলাপিদের সম্পদ বাজেয়াপ্ত করেছে। যে সম্পদ বিক্রি করে পাওয়া গেছে ১৩,১০৯ কোটি টাকা। যা কেন্দ্রের এক বিরাট সাফল্য বলেই অভিজ্ঞ মহলের দাবি।

এদিকে বিজয় মালিয়াকে সম্প্রতি দেউলিয়া বলে ঘোষণা করেছে বৃটেনের এক আদালত। এই ঘোষণার ফলে এয়ারলাইন্সের ঋণ পরিশোধ করতে দেশের ব্যাঙ্কগুলি সাফল্য পাবে বলে, জানা যাচ্ছে। বিজয় মালিয়া সম্প্রতি জামিন পেয়ে বৃটেনে রয়েছে। তার কাছে সুদ-আসল মিলিয়ে ব্যাংক গুলির মোট পাওনা রয়েছে ৯ হাজার কোটি টাকা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ঋণ জালিয়াতির মামলায় অভিযুক্ত নিরব মোদী, মেহুল চক্সির কাছে ব্যাংক গুলির পাওনা ১৩ হাজার কোটি টাকা। এই অর্থ যাতে তাড়াতাড়ি হাতে আসে। সে জন্যও পদক্ষেপ নিতে শুরু করেছে কেন্দ্র।

আজ লোকসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন যে, নিরব মোদী, বিজয় মালিয়ার মত ঋণখেলাপিদের সম্পদ বিক্রি করে ১৩,১০৯ কোটি টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে কেন্দ্র। আবার, গত ৭ বছর ধরে অনাদায়ী ঋণের প্রায় সাড়ে পাঁচ লক্ষ কোটি টাকা উদ্ধার করা সক্ষম হয়েছে। এই অর্থ উদ্ধার করার ফলে রাজ্যগুলিতে নগদ ভারসাম্য এসেছে। তবে দুটি রাজ্যের নগদ ব্যালেন্স এখনো পর্যন্ত ধন্যাত্মক হতে পারেনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!