এখন পড়ছেন
হোম > অন্যান্য > আছড়ে পড়েছে করোনার তৃতীয় ঢেউ, শিশুদের জন্য বিশেষ নির্দেশিকা কেন্দ্রের

আছড়ে পড়েছে করোনার তৃতীয় ঢেউ, শিশুদের জন্য বিশেষ নির্দেশিকা কেন্দ্রের


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনার তৃতীয় একেবারে আছড়ে পড়েছে দেশজুড়ে। সেই সঙ্গে বাড়ছে দেশে করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ। গত দু’দিন ধরে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা তিন লক্ষ্যের গণ্ডি অতিক্রম করেছে। করোনার তৃতীয় ঢেউ শিশুদের ওপর ব্যাপক আকারে আঘাত হানতে পারে বলে, আশঙ্কা রয়েছে বিশেষজ্ঞদের। এই মুহূর্তে দেশে ১৫ থেকে ১৮ বছর বয়স্কদের টিকাকরন শুরু হয়েছে। কিন্তু এখনও বাকি আছে বহু শিশুর ভ্যাক্সিনেশন। এই পরিস্থিতি শিশুদের জন্য বেশকিছু নির্দেশিকা জারি করেছে কেন্দ্র সরকার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে এক বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, ৬ বছর থেকে ১১ বছর বয়সী শিশুদের মাস্ক পরতে হবে কিনা? এখন থেকে তা অভিভাবকেরা স্থির করতে পারবেন। ১২ বছর বা তার বেশি বয়সী শিশুদের নিয়ে অভিভাবকরা যদি কোথাও যান, তাহলে সেক্ষেত্রে বাধ্যতামূলকভাবে মাস্ক পড়তে হবে। সে ক্ষেত্রে শিশুদের সাবান দিয়ে হাত ধুতে হবে। অথবা অ্যালকোহল যুক্ত কোন স্যানিটাইজার ব্যবহার করতে হবে। এভাবে সংক্রমণ রুখতে শিশুদের জন্য নয়া নির্দেশিকা এনেছে কেন্দ্র সরকার।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!