এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > Breaking News, আদালতে বড়োসড়ো জয় শুভেন্দুর, মুখ পুড়লো শাসক দলের

Breaking News, আদালতে বড়োসড়ো জয় শুভেন্দুর, মুখ পুড়লো শাসক দলের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ আদালতে বড়োসড়ো জয় পেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কাঁথি পুরসভা থেকে সরকারি ত্রাণের ত্রিপল চুরির অভিযোগ উঠেছিল শুভেন্দু অধিকারী ও সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল যে, কাঁথি পুরসভার গুদাম থেকে লরিতে করে ত্রিপল চুরি হচ্ছিল। এ কাজে সম্পূর্ণ মদত ছিল তাঁদের। এরপর পুরসভার দুজন কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। এরপরই আদালতের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী ও সৌমেন্দু অধিকারী। আজ আদালতের পক্ষ থেকে ত্রিপল চুরির মামলার সব ধরনের তদন্ত প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ জারি করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ত্রিপল চুরির মামলায় রাজ্যকে ইতিমধ্যেই হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। জানা যাচ্ছে, পুজোর ছুটির পর এই মামলার পরবর্তী শুনানি হবে। আর ৬ সপ্তাহ পর্যন্ত এই মামলার তদন্তের উপরে সমস্ত ধরনের স্থগিতাদেশ জারি করা হয়েছে। প্রসঙ্গত, এর এফআইআরের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী ও সৌমেন্দু অধিকারী। এরপর আজ আদালত এই সিদ্ধান্ত নিয়েছে।

ত্রিপল চুরির মামলা প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর আইনজীবী ইতিপূর্বে জানিয়েছেন যে, ত্রিপল চুরির ঘটনায় কোনোভাবেই জড়িত নন শুভেন্দু অধিকারী ও সৌমেন্দু অধিকারী। সৌমেন্দু অধিকারী পুরসভার চেয়ারম্যান ছিলেন। তবে, ডিসেম্বর মাসে তিনি পদ থেকে সরে যান। কন্টাইয়ের অফিসে কিছু লরি সেদিন ঢোকানো হয়েছিল জোর করে। এর সঙ্গে কোন যোগাযোগ নেই শুভেন্দু অধিকারীর ও সৌমেন্দু অধিকারীর। আবার ত্রিপল চুরির ঘটনায় পুরসভার জনৈক কর্মী প্রতাপ দেকে পুলিশ গ্রেপ্তার করেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!