এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > Breaking News, আজ আবার ইডির তলব তৃণমূল মুখপাত্রকে

Breaking News, আজ আবার ইডির তলব তৃণমূল মুখপাত্রকে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সারদা কাণ্ডের তদন্তে গত ২ রা মার্চ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির পক্ষ থেকে তলব করা হয়েছিল তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে, চলেছিল দীর্ঘ ৬ ঘন্টার জিজ্ঞাসাবাদ। আজ আবার ইডি তলব করেছে তাঁকে। আবার সারদা কাণ্ডের তদন্তে জেরার সম্মুখীন হতে চলেছেন কুনাল ঘোষ। আজ সকাল ১১ টায় তাঁকে তলব করা হয়েছে ইডির দপ্তরে।

ইডির পক্ষ থেকে জানানো হয়েছে যে, সারদাকাণ্ডের তদন্তে একাধিক নতুন তথ্য সামনে এসেছে, এইসব বিষয় নিয়ে জিজ্ঞাসা করা হবে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে। সম্প্রতি, সারদা মামলার তদন্তে গিয়ে একাধিক নথিপত্র ও পেনড্রাইভ ইডির আধিকারিকদের হাতে এসেছে। এই বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে কুণাল ঘোষকে। গত, ২০১৩ সাল থেকে কুণাল ঘোষকে একাধিকবার জেরা করা হয়েছে। তবে ইডির পক্ষ থেকে জানানো হয়েছে যে, কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করে, আরো নতুন তথ্য তাঁদের সামনে উঠে আসতে পারে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইডির পক্ষ থেকে জানানো হয়েছে যে, সারদাকাণ্ডে একাধিকবার টাকার হাতবদল হয়েছে, সেই টাকার লেনদেন বিষয়ে কুণাল ঘোষকে প্রশ্ন করা হবে। তবে তৃণমূল মুখপাত্র জানিয়েছেন যে, তাঁকে যখন ডাকা হবে, তখনই তিনি যাবেন। এর আগেও তিনি প্রতিবার গেছেন। তদন্তকার্যে সমস্ত রকম সহযোগিতা করতে তিনি প্রস্তুত আছেন। কুনাল ঘোষ আরও জানিয়েছেন যে, তাঁর যাবতীয় নথিপত্র ইডির কাছে আছে। কিন্তু এরপরেও প্রয়োজন হলেই তিনি হাজিরা দিতে যাবেন। হাজারবার যদি তাঁকে তলব করা হয়, তবে হাজারবার হাজিরা দেবেন তিনি।

ইতিপূর্বে সারদাকাণ্ডে যখন কুনাল ঘোষ গ্রেফতার হয়েছিলেন, সে সময়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তিনি তীব্রভাবে সরব হয়েছিলেন। কিন্তু সম্প্রতি তিনি তৃণমূলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। গণমাধ্যমে বারবার তৃণমূলের হয়ে বক্তব্য রাখছেন তিনি। তাই তাঁকে বারবার জেরা করার পেছনে, বিজেপির রাজনৈতিক স্বার্থ জড়িত আছে বলে অভিযোগ রাজ্যের শাসক দল তৃণমূলের। তৃণমূলের অভিযোগ, তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কাজে লাগাচ্ছে বিজেপি। প্রসঙ্গত, গতকাল রবিবার শিলিগুড়ির জনসভা থেকেও এমন অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!