এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > Breaking News, আজ আবার বড়োসড়ো উইকেট পতনের আশঙ্কা তৃণমূলের

Breaking News, আজ আবার বড়োসড়ো উইকেট পতনের আশঙ্কা তৃণমূলের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের শাসক দল তৃণমূলে বারবার ভাঙ্গন দেখা দিচ্ছে, শ্রীবৃদ্ধি ঘটছে বিজেপির। গত ১৯ সে ডিসেম্বর শুভেন্দু অধিকারী যোগদান করেন বিজেপিতে। এরপর তাঁর ভাই সৌমেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করেছেন। সম্প্রতি বিজেপিতে যোগদান করলেন তাঁর বাবা শিশির অধিকারী।

এবার বিজেপিতে যোগদানের জল্পনা অধিকারী পরিবারের অপর এক সদস্য তথা তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীকে নিয়ে। আজ কাঁথিতে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই জনসভায় সাংসদ দিব্যেন্দু অধিকারী উপস্থিত হন কিনা? সেদিকে নজর সমস্ত রাজনৈতিক মহলের।

প্রসঙ্গত, কাঁথিতে দীর্ঘ সময় ধরে কোন প্রধানমন্ত্রীকে জনসভা করতে দেখা যায়নি। গত ১৯৮৭ সালে কাঁথিতে জনসভা করে গিয়েছিলেন সে সময়কার প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। এরপর আজ কাঁথিতে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিন দশক পর কাঁথিতে প্রধানমন্ত্রীর আগমনে সেজে উঠেছে কাঁথি।

কাঁথিতে প্রধানমন্ত্রীর জনসভায় উপস্থিত থাকছেন শুভেন্দু অধিকারী, শিশির অধিকারী। আমন্ত্রণ জানানো হয়েছে তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীকেও। কিছুদিন আগে তাঁকে এই সভায় উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন জনৈক কেন্দ্রীয় মন্ত্রী। আবার, ইতিপূর্বে আমন্ত্রণ জানিয়েছিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যদিও শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের পর তিনি জানিয়েছিলেন যে, তিনি তৃণমূলেই থেকে যাবেন, বিজেপিতে যোগদান করবেন না। কিন্তু এরপর অধিকারী পরিবারে যেভাবে পদ্ম ফুল ফুটেছে, তাতে তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা তীব্র আকার ধারণ করেছে। এছাড়া বিজেপিতে যোগদানের পর শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে সমগ্র অধিকারী পরিবারকে যেভাবে কটাক্ষ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল, তাতে ক্ষুব্দ হয়েই শিশির অধিকারী যোগদান করেছেন বিজেপিতে। এবার যোগদান করতে পারেন তিনিও। তবে, তিনি বিজেপিতে যোগদান করবেন কিনা? সে ব্যাপারে তিনি নিজে থেকে কিছুই জানাননি।

কিন্তু, অতি সম্প্রতি দিব্যেন্দু অধিকারীকে কথা বলতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে। শান্তিকুঞ্জ একাধিকবার বিজেপি নেতারা উপস্থিত হয়েছেন। যা থেকে তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা আরো তীব্র হয়েছে। আবার শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে, আগামী রামনবমীর পূর্বেই তিনি নিজের বাড়িতে পদ্মফুল ফোটাবেন। তাই, আজ আবার তাঁর বাড়িতে পদ্মফুল ফোটে কিনা? সে প্রশ্ন রয়েছে সকলের মুখে। আর, আজ যদি প্রধানমন্ত্রীর জনসভায় দিব্যেন্দু অধিকারী যোগদান করেন, তবে আজ থেকে একদিকে যেমন পদ্মময় হয়ে উঠবে অধিকারী পরিবার, অন্যদিকে, তৃণমূলের সঙ্গে পাকাপাকি সম্পর্ক বিচ্ছেদ ঘটবে অধিকারী পরিবারের।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!