এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > Breaking News, আজ নবান্নে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে যোগদান করতে চলেছেন মুখ্যমন্ত্রী

Breaking News, আজ নবান্নে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে যোগদান করতে চলেছেন মুখ্যমন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ দুপুর তিনটের সময় নবান্নে এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, এই বৈঠকে উপস্থিত থাকতে চলেছেন রাজ্যের সমস্ত দফতরের মন্ত্রী, বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ আধিকারিক, ও সকল জেলাশাসকেরা। নতুন সরকার গঠনের পর আজ প্রথম প্রশাসনিক বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনার সম্ভাবনা রয়েছে।

সম্প্রতি, রাজ্যে শুরু হয়েছে দুয়ারে সরকার প্রকল্প। দুয়ারে সরকার প্রকল্প যাতে স্বচ্ছভাবে ও সুষ্ঠুভাবে চলতে পারে। সেদিকে বিশেষ নির্দেশ দেবার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রীর। এই প্রকল্পকে কেন্দ্র করে যাতে কোন অব্যবস্থার সৃষ্টি না হয়, সেদিকে বিশেষ নির্দেশ দিতে পারেন তিনি। সরকারের এই প্রকল্পে যাতে কোনোভাবেই রাজনৈতিক হস্তক্ষেপ না ঘটে, তা ইতিপূর্বেই নিশ্চিত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহিলারাও যাতে সমস্ত পরিষেবা পেতে পারেন, সেদিকে মুখ্যমন্ত্রীর বিশেষ নজর রয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি রাজ্য সরকারের পূর্ব প্রতিশ্রুত একাধিক প্রকল্প রাজ্যে চালু হয়েছে। যার মধ্যে অন্যতম হলো স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প, লক্ষীর ভান্ডার প্রকল্প, সেইসঙ্গে চলছে স্বাস্থ্য সাথী প্রকল্পের কাজ। এই প্রকল্প গুলি কতটা সুষ্ঠুভাবে চলছে? সে বিষয়ে খোঁজ নিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়গুলি যাতে সুষ্ঠুভাবে চলতে পারে সে বিষয়ে বিশেষ নির্দেশ দিতে পারেন তিনি।

এদিকে, সম্প্রতি করোনার দ্বিতীয় ঢেউ অনেকটাই স্তিমিত হয়ে পড়েছে। কিন্তু যে কোনো সময়ে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। আর এর মধ্যেই রয়েছে ভ্যাকসিন সংকট। এই সমস্ত বিষয় নিয়ে বৈঠকে আলোচনা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা পরিস্থিতি মোকাবেলায় দিতে পারেন কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ। সবকিছু নিয়েই মুখ্যমন্ত্রীর বৈঠকের দিকে দৃষ্টি রয়েছে সমস্ত মহলের। আজ দুপুর তিনটে থেকে এই বৈঠক শুরু হতে চলেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!