এখন পড়ছেন
হোম > অন্যান্য > Breaking News, একাধিক অভিনেতা-অভিনেত্রী যোগদান করলেন তৃণমূলে

Breaking News, একাধিক অভিনেতা-অভিনেত্রী যোগদান করলেন তৃণমূলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনো পর্যন্ত ঘোষিত না হলেও, তীব্র নির্বাচনী লড়াই ইতিমধ্যেই শুরু হয়ে গেছে রাজ্যের শাসক দল তৃণমূল ও রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির। সম্প্রতি দু’দলেরই নজর পড়েছে রাজ্যের অভিনেতা-অভিনেত্রীসহ শিল্প- সংস্কৃতি জগতের সঙ্গে জড়িত ব্যক্তিত্বদের উপরে। কিছুদিন আগে বিজেপিতে যোগদান করেছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। এরপর গতকাল তৃণমূলে যোগদান করলেন বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দে। আজ এক ঝাঁক ছোটপর্দার অভিনেতা- অভিনেত্রী যোগদান করলেন তৃণমূলে।

আজ তৃণমূল ভবনে উপস্থিত হয়ে তৃণমূলে যোগদান করলেন ছোটপর্দার একঝাঁক অভিনেতা- অভিনেত্রী। যারা হলেন রণিতা দাস, শ্রীতমা ভট্টাচার্য, দিশা রায় চৌধুরী, সৌপ্তিক চক্রবর্তী প্রমুখরা। তৃণমূলের পতাকা হাতে নিয়ে আনুষ্ঠানিক ভাবে তাঁরা যোগদান করলেন তৃণমূলে। তৃণমূলে যোগদান করে অত্যন্ত আনন্দিত হতে দেখা গেলো তাঁদের। তাদেরকে তৃণমূল দলে স্বাগত জানান তৃণমূল সাংসদ দোলা সেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ তৃণমূল সাংসদ দোলা সেনের নেতৃত্বে এক ঝাঁক টেলি তারকা যোগদান করলেন তৃণমূলে। এসময় তৃণমূল ভবনে উপস্থিত ছিলেন অভিনেতা সোহম চক্রবর্তী। তৃণমূলে যোগদান করে অভিনেত্রী রনিতা দাস জানালেন যে, তাঁরা যেমন অভিনয় করছেন তেমনটি করবেন। গত ১০ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি ছিলেন, আজ থেকে তৃণমূলের সদস্য হলেন। তাদের যা কাজ দেয়া হবে, তা তাঁরা করার চেষ্টা করবেন। তাঁদের ভাবনা তরুণ-তরুণীদের মধ্যে ছড়িয়ে দিতে চান তাঁরা। তাঁরা মুখ্যমন্ত্রীর মত হতে চান।

অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য জানালেন যে, কাজ করতে গিয়ে মুখ্যমন্ত্রীর সান্নিধ্য, আশীর্বাদ তিনি পেয়েছেন। বিভিন্ন সমস্যায় মুখ্যমন্ত্রীকে পাশে পেয়েছেন। তাঁর বাবা ছিলেন একজন সমাজকর্মী। তিনি চেয়েছিলেন অভিনেত্রীও সে কাজ করুন। তবে, মানুষের সেবা করা সহজ কাজ নয়। তবে তিনি মনে করছেন তৃণমূল থেকে সে কাজ করা সহজ হবে। আজ একঝাঁক তারকা তৃণমূলে যোগদান করায় উচ্চসিত হলো তৃণমূল শিবির। এ প্রসঙ্গে তৃণমূল সাংসদ দোলা সেন জানালেন যে, টেলিভিশনের বিভিন্ন ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন তাঁরা। তিনি আশা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবেও এরা মানুষের মন জয় করতে পারবেন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!