এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > Breaking News, আস্থা ভোটে পরাজয়ে ঝাঁপ বন্ধ কংগ্রেসের জোট সরকারের, বড়সড় ধাক্কা হাত শিবিরে

Breaking News, আস্থা ভোটে পরাজয়ে ঝাঁপ বন্ধ কংগ্রেসের জোট সরকারের, বড়সড় ধাক্কা হাত শিবিরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ পন্ডিচেরি বিধানসভায় আস্থাভোটে পরাজয় ঘটল কংগ্রেস-ডিএমকে জোট সরকারের। যারফলে পতন ঘটল পন্ডিচেরির এই জোট সরকারের। তবে আস্থা ভোটের আগেই জোট সরকারের বিধায়ক সংখ্যা কমে গিয়েছিল, অন্যদিকে বিরোধী বিধায়ক সংখ্যার বৃদ্ধি ঘটে ছিল। আজ আস্থা ভোটের সময়ই কংগ্রেস বিধায়কদের সঙ্গে নিয়ে ওয়াকআউট করলেন পন্ডিচেরির মুখ্যমন্ত্রীর ভি নারায়ণস্বামী।

প্রসঙ্গত, পন্ডিচেরি বিধানসভায় মোট বিধায়ক সংখ্যা হলো ৩৩। গতকাল কংগ্রেস বিধায়ক কে লক্ষ্মীনারায়ণ ও ডিএমকে বিধায়ক কে বেঙ্কটেশন পদত্যাগ করার পর জোট সরকারের সংখ্যাগরিষ্ঠতা চলে যায়। এরপর বিরোধীরা আস্থাভোটের দাবি করেন। সেই দাবি মেনে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী নারায়ণস্বামী। এরপর আজ আস্থা ভোটে পরাজিত হয় জোট সরকার। ফলে বড়সড় ধাক্কা কংগ্রেস শিবিরে। পন্ডিচেরি বিধানসভার স্পিকার ভি পি শিবাকলুন্ধু জানান, আস্থা প্রস্তাবের পক্ষে যথেষ্ট সংখ্যক বিধায়কের সমর্থন নেই।

আস্থা ভোটের সময় মুখ্যমন্ত্রী নারায়ণস্বামী জানিয়েছেন যে, প্রাক্তন উপ-রাজ্যপাল কিরণ বেদী ও কেন্দ্রীয় সরকার বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে এই জোট সরকার ফেলে দেয়ার চক্রান্ত করেছিলেন। তবে, তাঁদের বিধায়ক ঐক্যবদ্ধ থাকার কারণে গত পাঁচ বছরে সরকার চালানো সম্ভব হয়েছিল। তিনি অভিযোগ করেছেন, তাঁদের প্রাপ্য টাকা না দিয়ে, পন্ডিচেরির মানুষের সঙ্গে কেন্দ্রীয় সরকার বিশ্বাসঘাতকতা করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি আরো অভিযোগ করেছেন, তামিলনাড়ু, পন্ডিচেরিতে তাঁরা দুটি ভাষা ব্যবহার করে থাকেন। কিন্তু বিজেপি জোর করে হিন্দি ভাষা চাপিয়ে দেয়ার চেষ্টা করেছে। এরপর তিনি জানান, তাঁরা ডিএমকে ও নির্দল বিধায়কের সমর্থন নিয়ে সরকার গঠন করেছিলেন। এরপর অনেকবার ভোট হয়েছে। তাঁরা সমস্ত উপ নির্বাচনে জয়লাভ করেছেন। তাই এটা স্পষ্ট যে, তাঁদের উপরে পন্ডিচেরির মানুষের আস্থা আছে। তিনি জানালেন, বিধায়কদের দলের প্রতি বিশ্বস্ত থাকা প্রয়োজন। যে বিধায়কেরা পদত্যাগ করেছেন, তাঁরা আর মানুষের মুখোমুখি হতে পারবেন না। কারণ মানুষ তাঁদের বলবেন সুযোগ সন্ধানী।

আজ আস্থা ভোটের পর রাজভবনে পৌঁছে উপ-রাজ্যপাল তামিলিসাই সৌন্দরারাজনের সঙ্গে দেখা করে তাঁর পদত্যাগপত্র জমা দিলেন নারায়ণস্বামী। পদত্যাগপত্র জমা দেওয়ার পর তিনি জানিয়েছেন যে, তিনি, মন্ত্রীরা, কংগ্রেস, ডিএমকে, নির্দল বিধায়করা তাঁদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগপত্র গ্রহণের আবেদন জানান তিনি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!